Nabanna: অগ্নিনির্বাপণ ব্যবস্থায় গাফিলতি নেই তো? খতিয়ে দেখতে কমিটি গড়ল রাজ্য
Nabanna: নবান্নের তরফে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সম্প্রতি কলকাতা ও রাজ্যের বিভিন্ন প্রান্তে একাধিক অগ্নিকাণ্ডে প্রাণহানি হয়েছে। সম্পত্তি নষ্ট হয়েছে। তাই সুরক্ষা ব্যবস্থা ও পরিকাঠামো খতিয়ে দেখতে রাজ্য ও জেলা স্তরে কমিটি গঠন করা হল।

কলকাতা: কিছুদিন আগেই কলকাতার বড়বাজারের একটি হোটেলে বিধ্বংসী অগ্নিকাণ্ডে ১৫ জনের মৃত্যু হয়। কলকাতা ও রাজ্যের বিভিন্ন প্রান্তে বিভিন্ন সময় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রাণহানি হয়। এবার অগ্নিকাণ্ডের ঘটনা রুখতে পদক্ষেপ করল রাজ্য সরকার। বিভিন্ন হোটেল, কারখানায় সুরক্ষা ব্যবস্থা ঠিকঠাক রয়েছে কি না তা খতিয়ে দেখতে রাজ্য পর্যায় এবং জেলা স্তরে কমিটি গঠন করা হল। কী কী কাজ হবে ওই কমিটিগুলির, তাও জানিয়ে দিল নবান্ন।
নবান্নের তরফে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সম্প্রতি কলকাতা ও রাজ্যের বিভিন্ন প্রান্তে একাধিক অগ্নিকাণ্ডে প্রাণহানি হয়েছে। সম্পত্তি নষ্ট হয়েছে। তাই সুরক্ষা ব্যবস্থা ও পরিকাঠামো খতিয়ে দেখতে রাজ্য ও জেলা স্তরে কমিটি গঠন করা হল। ওই কমিটি বহুতল, হোটেল এবং কারখানা-সহ বিভিন্ন জায়গার অগ্নিনির্বাপণ ব্যবস্থা খতিয়ে দেখবে। আচমকা কোথাও পরিদর্শন করতে পারবে তারা। রাজ্য স্তরের কমিটি কলকাতা পৌরনিগম এলাকাও পরিদর্শন করতে পারবে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, রাজ্য স্তরের কমিটিতে ১৫ জন থাকবেন। তার মধ্যে রয়েছেন কলকাতা পৌরনিগমের মেয়র। তিনিই এই কমিটির চেয়ারপার্সন। এছাড়া কলকাতার পুলিশ কমিশনার, বিপর্যয় মোকাবিলা দফতরের প্রধান সচিবও এই কমিটিতে রয়েছেন।
জেলা স্তরের কমিটিতে ৯ জন সদস্য রয়েছেন। জেলাশাসক এই কমিটির চেয়ারপার্সন। পুলিশ সুপারও এই কমিটির সদস্য। রাজ্য স্তরের কমিটি কোনও সুপারিশ করলে তা নিয়ে পর্যাপ্ত পদক্ষেপ করতে হবে জেলা স্তরের কমিটিকে। প্রতি মাসে রাজ্য সরকারকে রিপোর্ট দেবে জেলা স্তরের কমিটি।

