Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Sudip Banerjee: ‘মমতাও আমার কথা শোনেন’, আত্মবিশ্বাসী সুদীপ, পাল্টা জবাব তাপসের

Sudip Banerjee: তাপস বনাম সুদীপ, শাসক দলের দুই নেতার তরজা চরমে। একে অপরের বিরুদ্ধে কড়া ভাষায় আক্রমণ শানাচ্ছেন।

Sudip Banerjee: 'মমতাও আমার কথা শোনেন', আত্মবিশ্বাসী সুদীপ, পাল্টা জবাব তাপসের
সুদীপ বন্দ্যোপাধ্যায় ও তাপস রায়ের দ্বন্দ্ব ক্রমশ বাড়ছে
Follow Us:
| Edited By: | Updated on: Oct 14, 2022 | 8:35 PM

কলকাতা : ‘ম্যায় জাঁহা খাড়া হোতা হুঁ, লাইন ওয়াহাঁ সে শুরু হোতা হ্যায়।’ তাপস রায়ের সঙ্গে যখন দ্বন্দ্ব একেবারে প্রকাশ্যে এসে গিয়েছে, তখন এই ভাষাতেই নিজের জায়গাটা বুঝিয়ে দিয়েছেন তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়। তিনি যে কতটা গুরুত্বপূর্ণ একজন নেতা, বৃহস্পতিবার মহাজাতি সদনে দাঁড়িয়েই সেটাই বোঝাতে চেয়েছেন বলে মনে করছে রাজনৈতিক মহলের একাংশ। আর সেই প্রসঙ্গেই তাঁর দাবি, তিনি যেমন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়ের কথা শুনে দল করেন,  মমতাকেও তাঁর কথা শুনতে হয়।

বৃহস্পতিবার মহাজাতি সদনে বিজয়া সম্মিলনীতে যোগ দিয়ে নাম না করে তাপস রায়কে জবাব দেন সুদীপ। বিজেপি নেতার বাড়ির দুর্গাপুজোয় সুদীপের উপস্থিতি নিয়ে যখন প্রশ্ন তুলেছেন তাপস রায়, তখন সুদীপের দাবি, তাঁর কোনও ছোট নেতার সঙ্গে এ ভাবে দেখা করার প্রয়োজন পড়ে না। এই প্রসঙ্গে কথা বলতে গিয়ে সুদীপ বলেন, ‘আমি মমতার কথা শুনে দল করি। আর মমতাকেও তাঁর কথা শুনতে হয়।’

সুদীপের মুখে এমন কথা শুনে চমকে যাচ্ছেন অনেকেই। দলের সুপ্রিমো তাঁর কথা শোনেন? এমনটাই কি দাবি করছেন সুদীপ? রাজনৈতিক মহলের একাংশের মতে, আসলে হয়ত তেমনটা বলতে চাননি সাংসদ। দীর্ঘদিন দিল্লির রাজনীতির সঙ্গে যুক্ত থাকা সুদীপ জাতীয় রাজনীতি নিয়ে হয়ত অনেক পরামর্শ দিয়ে থাকেন মমতাকে। মমতাও সেই পরামর্শকে মান্যতা দেন। সেটাই সুদীপ বোঝাতে চেয়েছেন বলে মনে করছেন বিশ্লেষকরা।

তবে সুদীপের এই মন্তব্যেরও জবাব দিতে ছাড়েননি তাপস রায়। তাঁর দাবি, মমতার কথা শুনে সবাই দল করেন, কিন্তু, মমতা তাঁর কথা শোনেন, সুদীপের এমন মন্তব্যে ঔদ্ধত্য দেখতে পাচ্ছেন তাপস রায়। শুধু মমতার প্রসঙ্গই নয়, সুদীপের দাবি, তিনি মোদীর সঙ্গে বসে সংসদ করেন, তাই তাঁর আলাদা করে বিজেপি নেতাদের সঙ্গে দেখা করার প্রয়োজন নেই।