কলকাতা: বিজেপির সাংগঠনিক বৈঠকে শুভেন্দু অধিকারীর অনুপস্থিতি নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের। “এখন শুধু নয়, আগেও উনি আসতেন না। উনি ব্যস্ততম নেতা।” বললেন সুকান্ত। তা নিয়েই এখন বিস্তর চর্চা বঙ্গ বিজেপির অন্দরে। প্রসঙ্গত, মঙ্গলবারই বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষক সুনীল বনশাল-সহ অন্য পদাধিকারীদের সঙ্গে বড় বৈঠকে বসেছিলেন বঙ্গ বিজেপির নেতারা। ছিলেন এ রাজ্যের বিজেপির সব তাবড় তাবড় নেতারাই। কিন্তু ছিলেন না শুভেন্দু। এদিন তা নিয়েই সুকান্তর কাছে জানতে চাওয়া হলে রীতিমতো ইঙ্গিতপূর্ণ মন্তব্য করতে দেখা যায় সুকান্তকে।
এদিন সাংবাদিক বৈঠকে এ নিয়ে সুকান্ত বলেন, “সাংগঠনিক বৈঠকে তো বিরোধী দলনেতার ডাক থাকে না সবসময়। তাঁকে নিয়ে আমরা আলাদা করে বসি। এখন শুধু নয়, আগেও উনি আসতেন না।” সুকান্তর দাবি শুভেন্দু অধিকারী নাকি এই ধরনের বৈঠকে আসতে বিশেষ স্বচ্ছন্দ্য বোধ করেন না। আচমকা টেনে আনেন শুভেন্দুর ব্যস্ততার প্রসঙ্গও।
প্রসঙ্গত, বছর ঘুরলেই বিধানসভা ভোট। তার আগে সাংগঠনিক শক্তি বৃদ্ধিতে নতুন করে জোর দিয়েছে বিজেপি। জোর দেওয়া হয়েছে সদস্য সংগ্রহ থেকে মণ্ডল কমিটির মতো তৃণমূল স্তরের শক্তিবৃদ্ধিতে। এ সব নিয়ে যখন বনশালের মতো নেতারা কথা বলছেন তখন কোথায় গেলেন শুভেন্দু? প্রশ্ন উঠতেই সুকান্ত বললেন ব্যস্তার কথা। তা নিয়েই এখন জোর চর্চা। শুভেন্দুর অনুপস্থিতি সম্পর্কে বলতে গিয়ে সুকান্ত আরও বলেন, “সাংগঠনিক বৈঠকে উনি কমফোর্ট ফিল করেন না। কারণ, আমাদের যে সাংগঠনিক প্রক্রিয়া সেটা অনেক দীর্ঘ হয়। ওনার অনেক প্রোগ্রাম থাকে। উনি তো পশ্চিমবঙ্গের ব্যস্ততম নেতা। স্বাভাবিকভাবেই তাঁকে বিভিন্ন জায়গায় ঘুরতে হয়। সময় পাবেন কোথায়!”