Summer Vacation: সোমবার থেকেই স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়ে ছুটি ঘোষণা মমতা বন্দ্যোপাধ্যায়ের
Summer Vacation: মুখ্যমন্ত্রী পরামর্শ দিয়ে বলেন, "আমি ১২টা থেকে ৪টে পর্যন্ত সাধারণ মানুষকে বলব যতটা সম্ভব রোদটা যেন এড়িয়ে চলেন। বেশি করে জল খাওয়ার জন্য।"
কলকাতা: তেতেপুড়ে যাচ্ছে বাংলা। চড়ছে পারদ। তাপমাত্রার পারদ ইতিমধ্যেই ৪০ ডিগ্রি পেরিয়ে গিয়েছে রাজ্যের একাধিক জায়গায়। পশ্চিমের জেলাগুলিতে তাপপ্রবাহের পূর্বাভাস রয়েছে। আর এই তীব্র গরম ও অস্বস্তিকর অবস্থার মধ্যেই স্কুলে ছুটতে হচ্ছে পড়ুয়াদের। সেই কারণে পড়ুয়াদের কথা মাথায় রেখে গরমের ছুটি এগিয়ে ২ রা মে থেকে করার সিদ্ধান্ত নেয় রাজ্য সরকার। তবে পরিস্থিতি ভয়াবহ হওয়ায় সেই ছুটি আরও এগিয়ে আনার সিদ্ধান্ত নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামিকাল (১৭ এপ্রিল ২০২৩) থেকে শনিবার (২২ এপ্রিল ২০২৩) পর্যন্ত রাজ্যের সকল সরকারি বেসরকারি স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয় বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন মুখ্যমন্ত্রী।
সংবাদ মাধ্যমে মুখ্যমন্ত্রী জানান, “আমরা পনেরো দিন আগেই ছুটি এগিয়ে এনেছি। গ্রীষ্মের প্রখর দাবানলে মানুষ অগ্নিদগ্ধ হয়ে যাচ্ছে। এই অবস্থায় আমাদের সব থেকে বেশি দেখা উচিত যাতে হিট স্ট্রোকে মানুষ মারা না যায়। ” মুখ্যমন্ত্রী পরামর্শ দিয়ে বলেন, ” ১২টা থেকে ৪টে পর্যন্ত সাধারণ মানুষকে বলব যতটা সম্ভব রোদটা যেন এড়িয়ে চলেন। বলব, বেশি করে জল খান”
মুখ্যমন্ত্রী আরও বলেন, “আমি বাচ্চাদের সঙ্গে মিশি। একটি বাচ্চা আমায় জানিয়েছে আমরা আর পারছি না। মাথা যন্ত্রণা করছে। আর মাথা যন্ত্রণা মানে হিট স্ট্রোকের প্রবণতা। সেই জন্য পশ্চিমবঙ্গ সরকার এক্ষুনি সিদ্ধান্ত নিচ্ছে আগামিকাল থেকেই স্কুল-কলেজ-বিশ্ববিদ্যলয়ে ছুটি থাকবে। অর্থাৎ সোমবার থেকে শনিবার পর্যন্ত সমস্ত সরকারি-বেসরকারি স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়কে বলছি ছুটি ঘোষণা করতে। দ্রুত রাজ্য সরকার নোটিফিকেশন দেবে।”
স্কুল-কলেজে না যাওয়ার জন্য মুখমন্ত্রী অনুরোধ জানান। তিনি বলেন, “সিলেবাসে অসুবিধা হলে অতিরিক্ত ক্লাস পরে করে নেবেন। ” তবে শুধু সরকারি নয়, বেসরকারি স্কুলগুলোও বন্ধ রাখার অনুরোধ করেন মুখ্যমন্ত্রী। মমতার পরামর্শ, “বেসকারি স্কুলগুলো যেন এই সিদ্ধান্ত দয়া করে মানে। আমি অনেক সময় দেখি সরকারি স্কুল মানলেও বেসরকারি স্কুল মানে না। বেসরকারি স্কুলে বাচ্চারাও বাচ্চা।”