Calcutta High Court: মেয়ের মৃত্যু কীভাবে? জানতে চেয়ে এবার হাইকোর্টে সুতন্দ্রার মা
Calcutta High Court: গত ২৪ ফেব্রুয়ারি পানাগড়ে গাড়ি দুর্ঘটনায় মৃত্যু হয় চন্দননগরের নৃত্যশিল্পী তথা ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থার কর্ণধার সুতন্দ্রা চট্টোপাধ্যায়ের। সুতন্দ্রার গাড়ির চালক ও সঙ্গীরা প্রথমে দাবি করেছিলেন, ইভটিজিং হয়েছিল। তাঁদের গাড়িতে ধাক্কা মেরে ধাওয়া করা হচ্ছিল। জাতীয় সড়ক থেকে নেমে সার্ভিস রোডে গিয়ে দুর্ঘটনায় পড়ে তাঁদের গাড়ি।

কলকাতা: ইভটিজিংয়ের অভিযোগ খারিজ করেছে পুলিশ। কিন্তু, পুলিশের দাবি মানতে নারাজ তিনি। তাঁর বক্তব্য, তাঁর মেয়েকে ইভটিজিং করা হয়েছিল। চন্দননগর থানায় সেই অভিযোগও করেছেন পানাগড়ে গাড়ি দুর্ঘটনায় মৃত সুতন্দ্রা চট্টোপাধ্যায়ের মা তনুশ্রী চট্টোপাধ্যায়। এবার মেয়ের মৃত্যুর কারণ জানতে উপযুক্ত তদন্তের আর্জি জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন তিনি। বিচারপতি তীর্থঙ্কর ঘোষ মামলা দায়েরের অনুমতি দিয়েছেন।
গত ২৪ ফেব্রুয়ারি পানাগড়ে গাড়ি দুর্ঘটনায় মৃত্যু হয় চন্দননগরের নৃত্যশিল্পী তথা ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থার কর্ণধার সুতন্দ্রা চট্টোপাধ্যায়ের। সুতন্দ্রার গাড়ির চালক ও সঙ্গীরা প্রথমে দাবি করেছিলেন, ইভটিজিং হয়েছিল। তাঁদের গাড়িতে ধাক্কা মেরে ধাওয়া করা হচ্ছিল। জাতীয় সড়ক থেকে নেমে সার্ভিস রোডে গিয়ে দুর্ঘটনায় পড়ে তাঁদের গাড়ি। পুলিশ ইভটিজিংয়ের অভিযোগ খারিজ করে দেয়। পরে সুতন্দ্রার গাড়ির চালক রাজদেও শর্মা দাবি করেন, সুতন্দ্রা বলেছিল সাদা গাড়িকে ধাওয়া করে ধরতে। তাই তিনি একশো কিমি বেগে গাড়ি ছুটিয়ে দুর্ঘটনায় পড়েন।
পুলিশ ইভটিজিংয়ের অভিযোগ খারিজ করলেও তা মানতে রাজি নন সুতন্দ্রার মা তনুশ্রী। চন্দননগর থানায় তিনি যে অভিযোগ দায়ের করেন, সেখানে ইভটিজিংয়ের কথা উল্লেখ করেন। এদিকে, দুর্ঘটনার কয়েকদিন পর সাদা গাড়ির মালিক বাবলু যাদবকে গ্রেফতার করে পুলিশ। আর গতকাল সুতন্দ্রার গাড়ির চালক রাজদেও শর্মাকে গ্রেফতার করা হয়। তাঁর বক্তব্যে একাধিক অসঙ্গতি পাওয়া গিয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।
এবার মেয়ের মৃত্যুর উপযুক্ত তদন্ত চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হলেন তনুশ্রী। ইচ্ছাকৃতভাবে খুনের অভিযোগ তুলেছেন তিনি। তাঁর মেয়ে ইভটিজিংয়ের শিকার হয়েছেন অভিযোগ। নেশাগ্রস্ত অবস্থায় গাড়ি চালানো হচ্ছিল বলেও অভিযোগ করেন তিনি। মেয়ের মৃত্যুর উপযুক্ত তদন্তের দাবি জানিয়েছেন। বিচারপতি তীর্থঙ্কর ঘোষ মামলা দায়েরের অনুমতি দিয়েছেন।





