Suvendu Adhikari: এবার ‘ভয়াবহ ডিসেম্বর’-এর বার্তা শুভেন্দুর মুখে, কার নাম নিলেন বিরোধী দলনেতা?

Suvendu Adhikari:আবারও ডিসেম্বর-বার্তা শুভেন্দু অধিকারীর মুখে। গতবছর শুভেন্দুর 'ডেডলাইন পলিটিক্স' বেশ হইচইও ফেলেছিল বঙ্গ রাজনীতি। শুভেন্দু বলেছিলেন, "মূল পিসি ভাইপো কোম্পানি ১৫ ডিসেম্বরের আগে খতম।" তারপর ২০২২ সালের ২৩ নভেম্বর আবার শুভেন্দু শুনিয়েছিলেন, "বড় চোর ধরা পড়বে ডিসেম্বরে।"

Suvendu Adhikari: এবার 'ভয়াবহ ডিসেম্বর'-এর বার্তা শুভেন্দুর মুখে, কার নাম নিলেন বিরোধী দলনেতা?
রামপুরহাটে শুভেন্দু অধিকারী। Image Credit source: TV9Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Nov 27, 2023 | 9:33 PM

কলকাতা: এর আগে একাধিকবার ‘তারিখ হুঁশিয়ারি’ দিয়েছেন শুভেন্দু অধিকারী। তা ছিল ডিসেম্বর মাসেরই। ফের ভয়ঙ্কর ডিসেম্বর-এর বার্তা বিরোধী দলনেতার মুখে। অনুব্রত মণ্ডলের বীরভূমে দাঁড়িয়ে জেলার নেতাদের জন্য ‘ডেডলাইন’ বেঁধে দিলেন তিনি। সোমবার রামপুরহাটে সভা করেন শুভেন্দু। সেখানেই বলেন, “ডিসেম্বর মাস ভয়াবহ হবে বীরভূমের নেতাদের কাছে। ভোট পরবর্তী হিংসা, পাথর চুরি আর মহম্মদবাজারের জিলোটিন স্টিক উদ্ধার। মহম্মদবাজারের ঘটনায় কত নাম পাওয়া গিয়েছে ডিসেম্বরে বলব। কারণ বললেই ওদের নেত্রী বলবে আগের দিন বলে দেয় পরের দিন ধরা পড়ে।”

আবারও ডিসেম্বর-বার্তা শুভেন্দু অধিকারীর মুখে। গতবছর শুভেন্দুর ‘ডেডলাইন পলিটিক্স’ বেশ হইচইও ফেলেছিল বঙ্গ রাজনীতি। শুভেন্দু বলেছিলেন, “মূল পিসি ভাইপো কোম্পানি ১৫ ডিসেম্বরের আগে খতম।” তারপর ২০২২ সালের ২৩ নভেম্বর আবার শুভেন্দু শুনিয়েছিলেন, “বড় চোর ধরা পড়বে ডিসেম্বরে।”

এরপর আবারও গত বছরই শুভেন্দু বলেছিলেন, “১২-১৪-২১ তিনটে দিন খুব গুরুত্বপূর্ণ। অপেক্ষা করুন, দেখতে থাকুন।” বলেছিলেন, ডিসেম্বরে নাকি রাজ্যের ‘সর্বশ্রেষ্ঠ ডাকাত’ও ধরা পড়বে। সব বার্তাই ছিল ২০২২ সালের নভেম্বরের। বছর ঘুরে আরও এক নভেম্বর। আবারও ডিসেম্বর নিয়ে বার্তা। শুভেন্দু এদিন বলেন, “বীরভূমে সব বন্ধ হয়েছে তা নয়। আগে কেষ্ট আর লোকেরা চালাত। এখন পুলিশ চালায়।” একইসঙ্গে শুভেন্দু বলেন, কেষ্টহীন বীরভূমে এখন নতুন পাখি উড়ছে, নাম কাজল শেখ।

যদিও তৃণমূলের বক্তব্য, মানুষের থেকে বিচ্ছিন্ন তৃণমূল এভাবেই রাজনীতিতে বেঁচে থাকতে চাইছে। তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ বলেন, “বিজেপি উন্নয়নের রাজনীতিতে নেই। মানুষের থেকে বিচ্ছিন্ন। এজেন্সির ভূত দেখিয়ে বেড়ায়। তবে দিনের শেষে বিজেপি হেরেছে, বিজেপি হারবে।” অন্যদিকে বীরভূমের জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ শুভেন্দুকে পাল্টা এক হাত নিয়ে বলেন, “আমি কিন্তু বসন্তের কোকিল নই বা পরিযায়ী পাখি নই যে ভোটের ঘণ্টা বাজলে তখন এসে মানুষকে ভুল বোঝাব।”