Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Calcutta High Court on Suvendu Adhikari: সন্দেশখালি যেতে পারবেন শুভেন্দু, স্পষ্ট জানাল আদালত

Calcutta High Court on Suvendu Adhikari: এই সওয়াল-জবাবের পর বিচারপতির বক্তব্য, সংবিধান অনুযায়ী যে কোনও সাধারণ নাগরিক ভারতের যে কোনও জায়গায় যেতে পারেন। এটা নিয়ে বাধা হওয়ার কথা নয়। তবে কোন কোন এলাকায় ১৪৪ ধারা নেই সেই সব জায়গাগুলি স্পষ্ট করে জানাতে হবে রাজ্যকে। সেই এলাকায় যেতে কোনও বাধা নেই শুভেন্দু অধিকারীর।

Calcutta High Court on Suvendu Adhikari: সন্দেশখালি যেতে পারবেন শুভেন্দু, স্পষ্ট জানাল আদালত
আবার সন্দেশখালি যেতে চান শুভেন্দু অধিকারী। Image Credit source: Tv9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Feb 19, 2024 | 2:53 PM

কলকাতা: বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী যেতে পারবেন সন্দেশখালিতে। এখনও পর্যন্ত যে চারটি গ্রাম পঞ্চায়েতে ১৪৪ ধারা বলবৎ নেই সেই জায়গাগুলিতে যেতে পারবেন বিজেপি নেতা। প্রাথমিক পর্যবেক্ষণ বিচারপতি কৌশিক চন্দের। তবে এখনও পর্যন্ত জানা যায়নি আজই কি শুভেন্দু অধিকারী সন্দেশখালি যাবেন কি না। বেলা তিনটে নাগাদ সে বিষয়ে জানাবেন তাঁর আইনজীবী।

সন্দেশখালি যেতে চেয়ে শুভেন্দু অধিকারীর দায়ের করা মামলা সোমবার বিচারপতি কৌশিক চন্দের বেঞ্চে ওঠে। সেখানে বিচারপতির সামনে বিরোধী দলনেতার আইনজীবী রাজদীপ মজুমদার সওয়াল করেন, ১৪৪ ধারা যে স্থানে ছিল তার আগেই বিরোধী দলনেতাকে আটকে দেওয়া হয়েছে। তার পাল্টা আবার রাজ্যের তরফে দাবি করা হয়, শুভেন্দু সন্দেশখালির বাসিন্দা নন। সন্দেশখালিতে গেলে কী হতে পারে তার উল্লেখ আছে কেন্দ্রীয় গোয়েন্দা বাহিনীর রিপোর্টে।

আদালতের সওয়াল-জবাব পর্ব এক নজরে

রাজদীপ মজুমদার (শুভেন্দু অধিকারীর আইনজীবী): বিরোধী দলনেতা ১২ ফেব্রুয়ারি সন্দেশখালি যেতে চেয়েছিলেন। কিন্তু সায়েন্সসিটির কাছে আটকে দেওয়া হয়। বিরোধী দলনেতা যে কোনও জায়গার বাস্তব চিত্র তুলে ধরতে, সেখানে যেতে পারেন। যদি ১৪৪ বৎবত হয়ে থাকে সেটা ওই এলাকায় সীমাবদ্ধ হওয়া উচিৎ। কিন্তু ৩০ কিমি আগেই তাঁকে আটকে দেওয়া হয়। এমনটা কেন হবে?

রাজদীপ মজুমদার (শুভেন্দু অধিকারীর আইনজীবী): ১৩ ফ্রেবরুয়ারি যেদিন আদালত নির্দেশ দেয় সেদিন রাতে ফের নতুন বিজ্ঞপ্তি জারি করে প্রশাসন। হাইকোর্টের নির্দেশের উপরে গিয়ে নতুন করে ১৪৪ ধারা যোগ করা হয়।

রাজদীপ মজুমদার (শুভেন্দু অধিকারীর আইনজীবী): আদালত স্বতঃপ্রনোদিত মামলা গ্রহণ করে জানুক কত মহিলা ধর্ষিত হয়ে হয়েছেন।

কিশোর দত্ত (অ্যাডভোকেট জেনারেল): বিরোধী দলনেতা ওই এলাকার বাসিন্দা নন। ফলে সেখানে ১৪৪ ধারা জারি নিয়ে তাঁর মামলা করার অধিকার নেই। কেন্দ্রীয় গোয়েন্দা বাহিনীর রিপোর্টে উল্লেখ আছে সন্দেশখালিতে গেলে কী হতে পারে।

কিশোর দত্ত (অ্যাডভোকেট জেনারেল): মহিলাদের বিষয়ে যে অভিযোগ করা হচ্ছে সেই অভিযোগ এলাকার বাসিন্দারা করেননি। দুটি আইবি রিপোর্ট বিবেচনা করা হোক।

রাজদীপ মজুমদার (শুভেন্দু অধিকারীর আইনজীবী): যে চারটি গ্রামপঞ্চায়েতে ১৪৪ ধারা জারি হয়নি সেখানে যেতে দেওয়া হোক।

এই সওয়াল-জবাবের পর বিচারপতির বক্তব্য, সংবিধান অনুযায়ী যে কোনও সাধারণ নাগরিক ভারতের যে কোনও জায়গায় যেতে পারেন। এটা নিয়ে বাধা হওয়ার কথা নয়। তবে কোন কোন এলাকায় ১৪৪ ধারা নেই সেই সব জায়গাগুলি স্পষ্ট করে জানাতে হবে রাজ্যকে। সেই এলাকায় যেতে কোনও বাধা নেই শুভেন্দু অধিকারীর।