Suvendu Adhikari: ‘৯ জুন বিধানসভা অচল করার দায়িত্ব আমাদের’, চাকরিহারাদের আশ্বাস শুভেন্দুর
Suvendu Adhikari: চাকরিহারাদের ওপর লাঠিচার্জের অভিযোগে ইতিমধ্যেই হাইকোর্টে স্বতঃপ্রণোদিত মামলা রুজু হয়েছে। তবে তা নিয়ে কলকাতা পুলিশের বক্তব্য, বাধ্য হয়েই লাঠিচার্জ করতে হয়েছে পুলিশকে। এই তীব্র বিতর্কের মাঝে শুক্রবার সন্ধ্যায় বিকাশভবনে আন্দোলনরত চাকরিহারাদের সঙ্গে দেখা করতে যান শুভেন্দু অধিকারী।

কলকাতা: বিক্ষোভরত চাকরিহারাদের সঙ্গে দেখা করতে গেলে রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আশ্বাস দিলেন, ৯ জুন এই ইস্যুতে বিধানসভার অচল করবেন তাঁরা। শুভেন্দু বলেন, “৯ জুন বিধানসভা অচল করে দেওয়ার দায়িত্ব আমাদের। আপনাদের দাবি যুক্তিসঙ্গত। আপনারা জিতবেন। যা যা সহযোগিতা চান, আমরা করব। রাজনীতির ঊর্ধ্বে গিয়ে লড়ব।”
চাকরিহারাদের বিকাশভবন অভিযান ঘিরে বৃহস্পতিবার দিনভর উত্তপ্ত ছিল করুণাময়ী চত্বর। প্রথমে চাকরিহারাদের বিকাশভবন ‘দখল’, তারপর সেখানে সব্যসাচী দত্তের অনুগামীদের হুজ্জুতি, সন্ধ্যায় বিকাশভবনের কর্মীদের বাইরে বেরোতে না দিয়ে আন্দোলন-বিক্ষোভ, শেষমেশের পুলিশি ‘লাঠিচার্জ’- গোটা বিষয়ে তপ্ত হয়েছে পরিস্থিতি।
চাকরিহারাদের ওপর লাঠিচার্জের অভিযোগে ইতিমধ্যেই হাইকোর্টে স্বতঃপ্রণোদিত মামলা রুজু হয়েছে। তবে তা নিয়ে কলকাতা পুলিশের বক্তব্য, বাধ্য হয়েই লাঠিচার্জ করতে হয়েছে পুলিশকে। এই তীব্র বিতর্কের মাঝে শুক্রবার সন্ধ্যায় বিকাশভবনে আন্দোলনরত চাকরিহারাদের সঙ্গে দেখা করতে যান শুভেন্দু অধিকারী।
চাকরিহারাদের উদ্দেশে তিনি বলেন, “আমি আপনাদের পাশে দাঁড়াতে এখানে এসেছি। বক্তব্য রাখার জন্য আসিনি। আমাদের সবাইকে যে বলতে হবে তা নয়। আমরা আপনাদের মঞ্চে এসে দায়িত্ব কর্তব্য বলব।” উল্লেখ্য, দীর্ঘদিন আন্দোলনের পর জয় হয়েছে ডিএ আন্দোলনকারীদের। সরকারি কর্মীদের হয়ে লড়াই করেছে কর্মচারী পরিষদ। এক্ষেত্রেও চাকরিহারাদের শুভেন্দু বললেন, “আমরা যদি মনে করি অন্যায় হচ্ছে, আপনাদের দাবির যুক্তিসঙ্গত আছে, তাহলে আপনাদের দাবিকে সমর্থন করব। সহযোগিতা করে মন থেকে আছি। মুখে নয়।”





