AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

মমতা বললেই তাঁর ‘নির্দেশ মেনে’ জেলে যেতে রাজি শুভেন্দু

Mamata Banerjee Suvendu Adhikari: "২ মে-র পর যাই করবেন, তাতে শুভেন্দু অধিকারীর লাভ হবে, কোনও লোকসান হবে না।"

মমতা বললেই তাঁর 'নির্দেশ মেনে' জেলে যেতে রাজি শুভেন্দু
ফের বাংলাদেশের ঘটনা নিয়ে মমতাকে নিশানা শুভেন্দুর। অলংকরণ-অভিজিৎ বিশ্বাস
| Edited By: | Updated on: Jul 09, 2021 | 9:38 PM
Share

কলকাতা: তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চাইছেন যে তিনি জেলে যান। শুক্রবার বিধানসভায় প্রেস কর্নারে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনই বিস্ফোরক দাবি করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ২০১৮ সালে শুভেন্দুর দেহরক্ষী গুলিবিদ্ধ হয়ে মৃত্যুর ঘটনায় নতুন করে কাঁথি থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। সেই প্রশ্ন উঠতেই প্রতিক্রিয়া দিতে গিয়ে এমন দাবি করেন শুভেন্দু অধিকারী। একই সঙ্গে তিনি বলেন, মমতা মুখ ফুটে নিজে থেকে বললেই তিনি জেলে যেতে রাজি।

‘কলকাতার নির্দেশেই’ তাঁর বিরুদ্ধে এই এফআইআর দায়ের করা হয়েছে বলে শুক্রবার অভিযোগ করেন শুভেন্দু। তাঁর নিশানা স্পষ্টতই ছিল কালীঘাটের দিকে। “ওই বিষয়ে একবার এফআইআর হয়েছে, ফাইনাল চার্জশিট হয়েছে। আজকে ২ বছর ৮ মাস পর কলকাতার নির্দেশে এফআইআর হয়েছে কারণ ওই পরিবারে তৃণমূলের বিধায়ক জিতেছে। এফআইআর-এর কারণটা রাজনৈতিক। আমাকে ভয় দেখিয়ে কোনও লাভ নেই,” বলেন শুভেন্দু।

এরপরই প্রত্যক্ষভাবে প্রাক্তন দলনেত্রীকে নিশানায় নেন নন্দীগ্রামের বিধায়ক। ‘হারের যন্ত্রণা থেকে’ মমতা এসব করছেন বলে দাবি করেন তিনি। পাশাপাশি বলেন, “এসব ভয় আমাকে দেখানোর দরকার নেই। সোজাসুজি মমতা বন্দ্যোপাধ্যায় বলুন, শুভেন্দু অধিকারী নন্দীগ্রামে তুমি আমায় হারিয়ে দিয়েছো, তোমাকে ৩ বা ৬ মাস জেলে থাকতে হবে। এটা সরাসরি বলে দিন। যেদিন বলবেন পরেরদিনই তাঁর নির্দেশ মেনে, তাঁর ইচ্ছেকে মর্যাদা দিয়ে আমি সেই কয়েকদিন জেলে কাটিয়ে নেব। তিনি তো আমার থেকে বড়।” সঙ্গে তাঁর আরও সংযোজন, “২ মে-র পর যাই করবেন, তাতে শুভেন্দু অধিকারীর লাভ হবে, কোনও লোকসান হবে না।”

আরও পড়ুন: অভিযোগ খুনের! এফআইআর দায়ের শুভেন্দুর দেহরক্ষীর স্ত্রীর

শুভেন্দুর বিরুদ্ধে দায়ের হওয়া এই এফআইআর-এর সূত্রপাত ২০১৮ সালের একটি ঘটনায়। গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয়েছিল রাজ্যের তৎকালীন মন্ত্রী তথা বর্তমান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর দেহরক্ষী শুভব্রত চক্রবর্তীর। সেই মামলায় তিন বছর পর এফআইআর দায়ের করেছেন শুভেন্দুর প্রাক্তন দেহরক্ষীর স্ত্রী সুপর্ণা কাঞ্জিলাল চক্রবর্তী। কীভাবে এই ঘটনা ঘটল? সেই প্রশ্ন তুলে, সঠিক তদন্তের দাবিতে এবার এফআইআর করেছেন নিহত দেহরক্ষীর স্ত্রী।

আরও পড়ুন: পিএসি-র মাথায় মুকুল, ফুঁসছে বিজেপি, বিধানসভায় আর কোনও কমিটিই চাই না শুভেন্দুদের