Onion Price Hike: ঘুরছে টাস্ক ফোর্স, তাও কেন ঝাঁঝ কমছে না পেঁয়াজের দামে?

Soma Das | Edited By: জয়দীপ দাস

Nov 05, 2023 | 1:02 PM

Onion Price Hike: বিক্রেতারা বলছেন, পাইকারি বাজারে বেশি দাম তাই তাদের বেশি দামে বিক্রি করতে হচ্ছে। এদিকে পেঁয়াজের দামের ঝাঁঝে চোখে জল আম-আদমির। সামনেই কালীপুজো, তারপরই ভাইফোঁটা, তার আগে পেঁয়াজের দাম নিয়ন্ত্রনে আসবে কিনা সেটাই এখন বড় প্রশ্ন।

Onion Price Hike: ঘুরছে টাস্ক ফোর্স, তাও কেন ঝাঁঝ কমছে না পেঁয়াজের দামে?
আম-আদমির মধ্যে বাড়ছে উদ্বেগ
Image Credit source: PTI

Follow Us

কলকাতা: কলকাতার বাজারগুলোতে পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে চলছে টাক্স ফোর্সের ম্যারাথন নজরদারি। নজরদারি চললেও পেঁয়াজের দাম কমছে কোথায়? উঠছে প্রশ্ন। কলকাতার উত্তর থেকে দক্ষিণ বিভিন্ন বাজারগুলোতে পেঁয়াজের দাম এখনও উর্ধ্বমুখী। একদিন আগে মানিকতলা বাজারে পেঁয়াজের দাম ছিল কেজি প্রতি ৭০ টাকা। এদিন পেঁয়াজের দাম যাচ্ছে ৬০ টাকা কেজি। অনেক বাজারে আবার ৮০ টাকাতেও বিকোচ্ছে পেঁয়াজ। কোথাও আবার সেঞ্চুরিও করে ফেলেছে পেঁয়াজের দাম। 

দেখা যাচ্ছে, শুধুমাত্র মানিকতলা বাজার নয়, বিভিন্ন বাজারগুলোতেই পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে আসেনি। বিক্রেতারা বলছেন, পাইকারি বাজারে বেশি দাম তাই তাদের বেশি দামে বিক্রি করতে হচ্ছে। এদিকে পেঁয়াজের দামের ঝাঁঝে চোখে জল আম-আদমির। সামনেই কালীপুজো, তারপরই ভাইফোঁটা, তার আগে পেঁয়াজের দাম নিয়ন্ত্রনে আসবে কিনা সেটাই এখন বড় প্রশ্ন। মানিকতলা বাজারের এক ব্যবসায়ী বলছেন, পাইকেরি বাজারে যেমন দামে কিনতে হচ্ছে এখানেও তো সে রকম লাভ রেখে বিক্রি করতে হচ্ছে। তবে কবে দাম কমবে আমরা বলতে পারব না। 

 কলকাতা হোক বা জেলা, বিগত কয়েকদিন ধরেই পেঁয়াজের চড়া দাম দেখা গিয়েছে রাজ্যের প্রায় সব প্রান্তেই। তাতেই ক্ষোভ বাড়ছে সাধারণ ক্রেতাদের মধ্যে। এদিকে বেশ কয়েকদিন ধরেই আবার বাজারগুলিতে ঘুরে বেড়াচ্ছেন টাক্স ফোর্সের প্রতিনিধিরা। পাইকেরি বাজার থেকে খুচরো বাজারে বিক্রেতারা কত দামে পেঁয়াজ কিনছেন সে বিষয়েও জানতে চাইছেন তাঁরা। পাশাপাশি কথা বলছেন ক্রেতাদের সঙ্গেও। এখন দেখার পরিস্থিতির বদল কবে হয়।

Next Article