SSKM: রোগী মৃত্যুতে তুলকালাম কাণ্ড! আতঙ্কে রাতের SSKM-এ বন্ধ এমারজেন্সির গেট
SSKM: রোগীর পরিজনদের অভিযোগ, রাত দেড়টা নাগাদ রমেশবাবুকে নিয়ে এমার্জেন্সিতে পৌঁছান রোগীর পরিজনরা। এমার্জেন্সি থেকে কার্ডিওলজিতে রেফার করা হয়। সেখান থেকে বেড নেই বলে ঘুরিয়ে দেওয়া হয়।

কলকাতা: মাঝরাতে রোগী মৃত্যুকে কেন্দ্র করে প্রবল উত্তেজনা এসএসকেএমে। রমেশ অধিকারী নামে হৃদরোগে আক্রান্ত এক ব্যক্তির মৃত্যু। বেড না মেলাতেই মৃত্যু হয়েছে বলে অভিযোগ। হাবড়ার বাসিন্দা বছর চুয়ান্নর ওই রোগীর মৃত্যু ঘিরে মারমুখী হয়ে ওঠেন রোগীর পরিজনেরা। আতঙ্কে এমার্জেন্সির গেট বন্ধ করে দেন চিকিৎসক-স্বাস্থ্যকর্মীরা। ব্যাপক উত্তেজনা ছড়ায় হাসপাতাল চত্বরে।
আধ ঘণ্টা এমার্জেন্সির পরিষেবা ব্যাহত হয় রাতের এসএসকেএমে। খবর পেয়ে হাসপাতালে যায় বিশাল পুলিশ বাহিনী। পুলিশ যেতে কিছুটা নিয়ন্ত্রণে আসে পরিস্থিতি। পিছনের গেট দিয়ে চালু হয় পরিষেবা। কিছুটা হলেও স্বস্তিতে ফের কাজ শুরু করেন চিকিৎসক থেকে স্বাস্থ্য কর্মীরা।
এদিকে রোগীর পরিজনদের অভিযোগ, রাত দেড়টা নাগাদ রমেশবাবুকে নিয়ে এমার্জেন্সিতে পৌঁছান রোগীর পরিজনরা। এমার্জেন্সি থেকে কার্ডিওলজিতে রেফার করা হয়। সেখান থেকে বেড নেই বলে ঘুরিয়ে দেওয়া হয়। এভাবে ১ ঘণ্টা ১৫ মিনিট কেটে যায়। একসময় চিকিৎসা না পেয়ে হাসপাতালেই মৃত্যু হয় বছর চুয়ান্নর এই ব্যক্তির। তাতেই ক্ষোভে ফেটে পড়েন পরিবারের সদস্যরা। তাঁদের স্পষ্ট অভিযোগ এভাবে ফেলে রাখা না হলে বাঁচানো যেত রমেশবাবুকে।
