Kolkata: ফের শহরে যুবকের দেহ উদ্ধার! ব্যাপক শোরগোল রবীন্দ্র সরোবরে

Supriyo Guha | Edited By: জয়দীপ দাস

Jan 23, 2025 | 5:19 PM

Kolkata: রবীন্দ্রসরোবর থানার পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ পৌঁছে দেহ উদ্ধার করে। তারপরই পাঠিয়ে দেওয়া হয় ময়নাতদন্তের জন্য। ময়নাতদন্তের রিপোর্ট এলেই মৃত্যুর বিষয়ে ধোঁয়াশা অনেকটাই কাটবে বলে মনে করছেন তদন্তকারীরা।

Kolkata: ফের শহরে যুবকের দেহ উদ্ধার! ব্যাপক শোরগোল রবীন্দ্র সরোবরে
রবীন্দ্র সরোবর
Image Credit source: Facebook

Follow Us

কলকাতা: ফের শহরে দেহ উদ্ধার। এবার রবীন্দ্র সরোবর স্টেডিয়ামের নিচ থেকে যুবকের দেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য। তবে যুবকের নাম, পরিচয় এখনও কিছুই জানা যায়নি বলে খবর। তাতেই তৈরি হয়েছে ধোঁয়াশা। পুলিশ তদন্ত শুরু করেছে। এলাকার লোকজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। 

পুলিশ সূত্রে খবর, এদিন সকালে প্রাতঃভ্রমণকারীরাই প্রথমে ওই যুবককে দেখতে পান। দেখা যায় স্টেডিয়ামের নিচের বারান্দায় কম্বল চাপা অবস্থায় কেউ পড়ে আছে। যদিও তখনও বোঝা যায়নি ওই ব্যক্তি মৃত না জীবিত। সন্দেহ হতেই কয়েকজন এগিয়ে গিয়ে ডাকাডাকি শুরু করেন। কিন্তু কোনও সাড়াশব্দ মেলেনি। তারপরই খবর যায় পুলিশে। 

রবীন্দ্রসরোবর থানার পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ পৌঁছে দেহ উদ্ধার করে। তারপরই পাঠিয়ে দেওয়া হয় ময়নাতদন্তের জন্য। ময়নাতদন্তের রিপোর্ট এলেই মৃত্যুর বিষয়ে ধোঁয়াশা অনেকটাই কাটবে বলে মনে করছেন তদন্তকারীরা। এলাকায় প্রাথমিক জিজ্ঞাসাবাদ চালিয়ে পুলিশ জানতে পেরেছে, মাঝেমধ্যেই ওই জায়গায় এসে শুয়ে থাকতো ওই যুবক। কয়েকজন দেখেওছেন। এখন অসুস্থতাজনিত কারণে মৃত্যু, নাকি অন্য কোনওভাবে মৃত্যু, তা খতিয়ে দেখা হচ্ছে। 

Next Article