Thakurpukur: ঠাকুরপুকুরে গাড়ির ধাক্কায় মৃত্যু হল একজনের, ভিতরে ছিলেন ঋ-শ্রিয়ারা?
Thakurpukur: পুলিশ সূত্রে খবর, মৃত ব্যক্তির নাম আমিনুর রহমান (৬২)। বাড়ি সামনেই আহত হয়েছিলেন তিনি। এছাড়াও জানা যাচ্ছে, আহতদের মধ্যে দু'জনকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। বাকি চারজনের রয়েছে অল্প বিস্তর ক্ষত।

কলকাতা: ঠাকুরপুকুরে একের পর এক ব্যক্তিকে গাড়ির ধাক্কা। এই ঘটনায় মৃত্যু হল এক ব্যক্তির। রবিবার সকালে একটি কালো গাড়ি ঢুকে পড়ে ঠাকুরপুকুরের বাজারে। প্রায় ছয় জনকে ধাক্কা মারে। তাঁদের সকলকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। একজনের অবস্থার অবনতি হয়। মৃত্যু হয় তাঁর। ইতিমধ্যেই এই ঘটনায় গ্রেফতার হয়েছেন বিনোদন জগতের দু’জন। একজন শ্রিয়া বসু (সান বাংলা চ্যানেলের কার্যনির্বাহী প্রযোজক ) আর সিদ্ধান্ত দাস। তাঁদের আলিপুর কোর্টে তোলা হয়। পরবর্তীতে জামিন পান উভয়ই।
পুলিশ সূত্রে খবর, মৃত ব্যক্তির নাম আমিনুর রহমান (৬২)। বাড়ি সামনেই আহত হয়েছিলেন তিনি। এছাড়াও জানা যাচ্ছে, আহতদের মধ্যে দু’জনকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। বাকি চার জনের রয়েছে অল্প বিস্তর ক্ষত রয়েছে।
প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, প্রথমে কালো গাড়িটি হাসপুকুর এলাকায় ২ থেকে ৩ জনকে ধাক্কা মারে। এরপর চলন্ত গাড়ি ঢুকে পড়ে ঠাকুরপুকুর বাজারে। সেখানেও আরও কয়েকজনকে ধাক্কা মারার পর পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তখনই সাধারণ মানুষ ধরে ফেলে ওই গাড়িটিকে। শুরু হয় তুমুল হই-হট্টগোল। গাড়ির দরজা খুলতেই দেখা যায় গাড়ি ভিতরে রয়েছেন পরিচালক ভিক্টো, শ্রিয়া বসু (সান বাংলা চ্যানেলের কার্যনির্বাহী প্রযোজক ) ও অভিনেত্রী ঋতুপর্ণা সেন (ঋ) বলে খবর।
সূত্রের খবর, শনিবার এক রাত পার্টিতে দীর্ঘক্ষণ সময় কাটান ঋ সহ শ্রিয়া-ভিক্টোরা। রবিবার সকাল হতেই যে যার কাজের উদ্দেশ্যে রওনা হন। তবে গাড়িতে ছিলেন না স্যান্ডি সাহা। ঘটনাসূত্রে উঠে আসে অভিনেতা আরিয়ান ভৌমিকের নামও। কারণ তিনিও সেই পার্টিতে ছিলেন বলে নিজেই জানান টিভি৯ বাংলাকে। এ দিন তিনি বলেন, “রাতে পার্টি করে ভোরবেলা বাড়ি ফিরে আসি। তবে আমার শ্যুট থাকায় আমি আলাদা বেরিয়ে যাই। আমার গাড়ি আমার চালক চালাচ্ছিলেন। শ্যুটিং সেটে এসে এই খবর কানে আসে। শুনি ভিক্টোর গাড়ি দুর্ঘটনায় কবলে পড়েছে।” এই ঘটনায় ঋ সেনের সঙ্গে যোগাযোগ করা হয়। তবে তাঁর ফোন সুইচ অফ ছিল।





