Suvendu Adhikari: ভোটের আগে মেসিকে ব্যবহারের চেষ্টা ব্যুমেরাং হল: শুভেন্দু অধিকারী

| Edited By: জয়দীপ দাস

Dec 14, 2025 | 5:11 PM

Messi in Kolkata: আগেই পয়েন্ট করে করে FIR নিয়ে বড় কথা বলতে দেখা গিয়েছিল শুভেন্দুকে। তাঁর সাফ কথা, ভোটের আগে মেসিকে ব্যবহারের চেষ্টা আসলেই ব্যুমেরাং হয়েছে। সঙ্গে তৃণমূলকে খোঁচা দিয়ে বললেন, “খেলার মাঠটা খেলার লোকেদের হাতেই আছে তাই হায়দরাবাদ পেরেছে। কলকাতা পারেনি।”

কলকাতা: বিরোধীদের একটাই কথা, মুখ পুড়েছে বাংলার। গোটা বিশ্বের কাছে হেঁট হয়েছে মাথা। এবার যুবভারতী-কাণ্ড নিয়ে তৃণমূল সরকারের বিরুদ্ধে লাগাতার সুর চড়ালেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আগেই পয়েন্ট করে করে FIR নিয়ে বড় কথা বলতে দেখা গিয়েছিল শুভেন্দুকে। তাঁর সাফ কথা, ভোটের আগে মেসিকে ব্যবহারের চেষ্টা আসলেই ব্যুমেরাং হয়েছে। সঙ্গে তৃণমূলকে খোঁচা দিয়ে বললেন, “খেলার মাঠটা খেলার লোকেদের হাতেই আছে তাই হায়দরাবাদ পেরেছে। কলকাতা পারেনি। অন্যান্য শহর কলকাতার থেকে অনেকটাই এগিয়ে সেটাই কাল প্রমাণিত হল।”