CM Mamata Banerjee: ভোটের আগে কর্মশ্রীতে ‘মাস্টারস্ট্রোক’ মমতার

| Edited By: জয়দীপ দাস

Dec 18, 2025 | 7:44 PM

MGNREGA: বাংলার কর্মশ্রী প্রকল্পে মহাত্মা গান্ধীর নাম জুড়লেন বাংলার মুখ্যমন্ত্রী। ক্ষোভের সঙ্গে বললেন, “মনরেগা প্রকল্প থেকে জাতির জনকের নাম সরিয়ে দেওয়া হয়েছে। আমি এই দেশেরই মানুষ। আমি সত্য়িই লজ্জিত। কী করে জাতির জনকের নামটাই ভুলে গেলেন?”

বদলে গিয়েছে মনরেগা প্রকল্পের নাম। সরেছে মহাত্মা গান্ধীর নাম। তা নিয়ে এবার কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়াতে দেখা গেল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। একইসঙ্গে বাংলার কর্মশ্রী প্রকল্পে মহাত্মা গান্ধীর নাম জুড়লেন বাংলার মুখ্যমন্ত্রী। ক্ষোভের সঙ্গে বললেন, “মনরেগা প্রকল্প থেকে জাতির জনকের নাম সরিয়ে দেওয়া হয়েছে। আমি এই দেশেরই মানুষ। আমি সত্য়িই লজ্জিত। কী করে জাতির জনকের নামটাই ভুলে গেলেন? আমাদের এখানে কর্মশ্রী প্রকল্প আছে, এখন থেকে সেটার নাম বদলে হবে মহাত্মাজি স্কিম। এখানেও আমরা ৭৫ থেকে ১০০ দিনের কাজ দিচ্ছি। আপনারা যদি মহাত্মা গান্ধীকে সম্মান না দেন তাহলে আমরা দেব। আমরা জানি তাঁকে কী করে সম্মান জানাতে হয়!”