AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Kolkata Bus: ওড়িশা পেলে বাংলা নয় কেন? বেশি ভাড়া চেয়ে চিঠি দিল মিনি বাস মালিক সংগঠন

Bus Serviece: তবে এই চিঠি প্রথম নয়, এর আগেও অর্থাৎ ২০২৫ সালের ১৩ অগস্ট বাস মালিক সংগঠন চিঠি দিয়েছিল নির্বাচন কমিশনকে। এরপর ছাব্বিশের ভোটের আগে ফের একবার চিঠি দিল তারা। সেখানে তাদের বক্তব্য, ওড়িশায় নির্বাচনী কাজের সঙ্গে ব্যবহৃত ভাতা অনেক বেশি। অথচ বাংলায় তারা কম ভাড়া পেয়ে থাকেন।

Kolkata Bus: ওড়িশা পেলে বাংলা নয় কেন? বেশি ভাড়া চেয়ে চিঠি দিল মিনি বাস মালিক সংগঠন
মিনিবাস Image Credit: Facebook
| Edited By: | Updated on: Jan 21, 2026 | 2:25 PM
Share

কলকাতা: এবার রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়ালের কাছে চিঠি গেল বাস মালিক সংগঠনের। ভোটের জন্য যে বাস ব্যবহার করা হবে তার ভাড়া যেন বৃদ্ধি করা হয়, সেই আবেদন করেই চিঠি দিয়েছে ‘অল বেঙ্গল বাস মিনিবাস সমন্নয় সমিতি’। তাদের দাবি, ওড়িশায় নির্বাচনী কাজের জন্য যে বাস ব্যবহার করা হয়েছিল সেই সময় ভাড়া অনেক বেশি। অথচ বাংলায় সেই ভাড়া অনেক কম। তাই ভাড়া বাড়ানোর দাবি জানিয়েছে চিঠি দিলেন তাঁরা।

তবে এই চিঠি প্রথম নয়, এর আগেও অর্থাৎ ২০২৫ সালের ১৩ অগস্ট বাস মালিক সংগঠন চিঠি দিয়েছিল নির্বাচন কমিশনকে। এরপর ছাব্বিশের ভোটের আগে ফের একবার চিঠি দিল তারা। সেখানে তাদের বক্তব্য, ওড়িশায় নির্বাচনী কাজের সঙ্গে ব্যবহৃত ভাতা অনেক বেশি। অথচ বাংলায় তারা কম ভাড়া পেয়ে থাকেন।

কত টাকা চেয়েছেন বাস মালিকরা?

  • চল্লিশ বা তার বেশি আসন সংখ্যা সহ বাসের জন্য প্রতিদিন ৪ হাজার ৫০০ টাকা।
  • ৩০ বা তার থেকে বেশি ৪০টি আসন সংখ্যক বাসের জন্য প্রতিদিন ৪০০০ টাকা
  • ৩০ জন পর্যন্ত আসন ধারণক্ষমতা সম্পন্ন বাসের জন্য প্রতিদিন ৩৫০০ টাকা
  • এসি বাস ভাড়া প্রতিদিন ৫হাজার ৫০০ টাকা
  • এছড়াও, কর্মীদের জন্য খাদ্য ভাতা মাথাপিছু ৫০০ টাকা