Bhabanipur By-Election: ‘সাদা পোশাকে পুলিশ বাড়ি বাড়ি গিয়ে ভয় দেখাচ্ছে!’ কমিশনে নালিশ অর্জুনের
কলকাতা: সাদা পোশাকে পুলিশ ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে হুমকি দিচ্ছে। ভয় দেখাচ্ছে। আবার অনুরোধ করছে ভোট দিতে না যাওয়ার জন্য। এমনই বিস্ফোরক অভিযোগ করলেন বারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিং (Arjun Singh)। তাঁর দাবি, ভবানীপুর উপনির্বাচনে (Bhabanipur By-Election) রাজ্য সরকারের পুলিশ শাসক দলের হয়ে পক্ষপাতিত্বমূলক আচরণ করছে। ঠিক কী অভিযোগ অর্জুন সিংয়ের? বড় বড় আবাসনের সামনে […]
কলকাতা: সাদা পোশাকে পুলিশ ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে হুমকি দিচ্ছে। ভয় দেখাচ্ছে। আবার অনুরোধ করছে ভোট দিতে না যাওয়ার জন্য। এমনই বিস্ফোরক অভিযোগ করলেন বারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিং (Arjun Singh)। তাঁর দাবি, ভবানীপুর উপনির্বাচনে (Bhabanipur By-Election) রাজ্য সরকারের পুলিশ শাসক দলের হয়ে পক্ষপাতিত্বমূলক আচরণ করছে।
ঠিক কী অভিযোগ অর্জুন সিংয়ের?
বড় বড় আবাসনের সামনে গিয়ে বাসিন্দাতদের পুলিশ হুমকি দিচ্ছে। ভোট দিতে যেতে বারণ করছে। সাদা পোশাকে পুলিশ বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করছে। এমনই অভিযোগ করেছেন অর্জুন সিং। এ নিয়ে নির্বাচন কমিশনে (Election Commission)-এ তিনি নালিশও জানাচ্ছেন বলে জানান বারাকপুরের সাংসদ। ভবানীপুরের হাই
অর্জুনের কথায়, “আমার কাছে খবর আসছে হাইরাইজিং বিল্ডিংয়ে সাদা ড্রেসে পুলিশ গিয়ে ভোটারদের ধমকাচ্ছে। হাত জোড় করে বলছে, ভোট দিতে বেরবেন না, নাহলে আমাদের চাকরি চলে যাবে। এই অবস্থায় রাস্তায় যারা গাড়ি নিয়ে বেরচ্ছেন অসুবিধায় পড়ছেন।” অর্জুন আরও যোকগ করেন, “এই এলাকায় তো অনেক সফিস্টিকেটেড মানুষ আছেন, যাঁরা গাড়ি নিয়ে ভোট দিতে যাচ্ছেন। তাঁদের গাড়িতেও বাধা দেওয়া হচ্ছে।”
এই অভিযোগের প্রেক্ষিতে নির্বাচন কমিশন কী জানাচ্ছে?
জানা গিয়েছে, অর্জুনের অভিযোগের প্রেক্ষিতে নির্বাচন কমিশন রিপোর্ট তলব করছে। আদৌ সাংসদের অভিযোগের কতটা সত্যতা রয়েছে তা জানার চেষ্টা করছে কমিশন। অর্জুনের এই অভিযোগ সংবাদমাধ্যমের রিপোর্টের ভিত্তিতে প্রকাশ্যে এসেছে। সত্যিই এ ধরণের কোনও ঘটনা ঘটেছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে বলে কমিশন সূত্রে খবর।
বহুতলে গিয়ে পুলিশ ভয় দেখাচ্ছে? ৩৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এসেছে। তারা কি মোবাইলে ভিডিয়ো গেম খেলছে? বিজেপি সাংসদের অভিযোগের প্রেক্ষিতে এমনই কটাক্ষ ছুড়ে দিয়েছে তৃণমূল শিবির। তারা বিজেপি সাংসদের অভিযোগ উড়িয়ে দিয়ে বলছে, ভোটে হার অবশ্যম্ভাবী জেনে এসব অজুহাত দিচ্ছেন বিজেপি নেতারা। যদিও পাল্টা আক্রমণ করেছে বিজেপি শিবির।
উল্লেখ্য এদিন সকাল থেকেই ভোটের লাইনে দেখা গিয়েছে ভবানীপুরবাসীকে। তবে মুর্শিদাবাদের বাকি দুই কেন্দ্রের তুলনায় সকাল ৯টা পর্যন্ত ভবানীপুরে ভোটের হার বেশ কম। এ পর্যন্ত ভোট পড়েছে ৭.৫৭ শতাংশ। এদিন ভোট শুরু হতেই উত্তপ্ত ভোটের ভবানীপুর (Bhabanipur By-Election)। বুথ জ্যামের অভিযোগ তুলেছে বিজেপি। ধীরেন্দ্রনাথ ঘোষ রোডে ১২৬ নম্বর বুথে বাকযুদ্ধে জড়ালেন বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিবরেওয়াল। যদিও বুথ জ্যামের অভিযোগ উড়িয়ে দিয়েছে কমিশন। অন্যদিকে মদন মিত্রের পাড়ায় শাসকদলের কর্মীদের বিরুদ্ধেও কেন্দ্রীয় বাহিনীকে নালিশ জানান প্রিয়াঙ্কা। পাল্টা তৃণমূল নেতা ফিরহাদ হাকিম বলেন, ‘হেরে যাওয়ার ভয়ে এসব বাহানা তৈরি করা।’
আরও পড়ুন: Bhawanipore By-Election: ‘মদনের আবার এলাকা কী’, ভোটের সকালে দাবি ফিরহাদের