Fraud Case: শটকার্টে ভিসা চেয়ে ১ লক্ষ ২৬ হাজার টাকা খোয়ালেন নিউটাউনের বাসিন্দা

Fraud Case: প্রসঙ্গত, গত মার্চ মাসের ৬ তারিখ ইমেল মারফত নারায়ণপুর থানায় অভিযোগ দায়ের করেন মুন্সি আলি ফুজ্জামান নামে এক ব্যক্তি। তাঁর অভিযোগ, তিনি ভিসা তৈরির জন্য নিজের পাসপোর্ট এবং ১ লক্ষ ২৬ হাজার টাকা অভিযুক্ত মহম্মদ সোহাবকে দেয় ।

Fraud Case: শটকার্টে ভিসা চেয়ে ১ লক্ষ ২৬ হাজার টাকা খোয়ালেন নিউটাউনের বাসিন্দা
প্রতারণার অভিযোগে গ্রেফতার আরও এক Image Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Sep 27, 2023 | 2:00 PM

কলকাতা: ভিসা তৈরির চক্র নিউটাউনে। ঝিলপাড় সংলগ্ন অঞ্চল থেকে মঙ্গলবার অভিযুক্তকে গ্রেফতার করে নারায়ণপুর থানার পুলিশ। অভিযুক্তের নাম মহম্মদ সোহাব। পুলিশ সূত্রে খবর, ধৃত ব্যক্তি উত্তরপ্রদেশের বাসিন্দা। তিনি নিউটাউন এলাকায় বাড়ি ভাড়া নিয়ে থাকতেন।

প্রসঙ্গত, গত মার্চ মাসের ৬ তারিখ ইমেল মারফত নারায়ণপুর থানায় অভিযোগ দায়ের করেন মুন্সি আলি ফুজ্জামান নামে এক ব্যক্তি। তাঁর অভিযোগ, তিনি ভিসা তৈরির জন্য নিজের পাসপোর্ট এবং ১ লক্ষ ২৬ হাজার টাকা অভিযুক্ত মহম্মদ সোহাবকে দেয় ।

বেশ কিছুদিন হয়ে গেলেও তাঁকে ভিসা তৈরি করে না দেওয়ায় তিনি অভিযুক্তর সঙ্গে যোগাযোগ করেন। কথাবার্তায় তিনি তখন বুঝতে পারেন, তিনি প্রতারিত হচ্ছেন। তাঁর পাসপোর্ট এবং টাকা ফেরত চান। এরপরই অভিযুক্ত তাঁর সঙ্গে সব রকম যোগাযোগ বন্ধ করে দেন বলে দাবি প্রতারিতের।

ওই ব্যক্তি তারপর নারায়ণপুর থানায় ইমেল মারফত অভিযোগ জানান। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ। তথ্য প্রমাণ জোগাড় করে নিউটাউন এলাকা থেকে অভিযুক্তকে গ্রেফতার করেছে নারায়ণপুর থানার পুলিশ। কারা কারা এই চক্রের সঙ্গে জড়িত, তা খতিয়ে দেখছে পুলিশ।