বো ব্যরাকে এ-বছর বড়দিনের উৎসব বন্ধ থাকছে
করোনার জেরে বো-ফেস্ট এ-বছর বন্ধ থাকছে। তবে কলোনির ভীতরে কেক, ওয়াইন তৈরি হচ্ছে। আলোয় সেজেছে 'লিটল ইন্ডিয়া'। কিন্তু বাইরের মানুয বো-ব্যারাকে আসতে পারবে না বড়দিনে।
করোনার জেরে বো-ফেস্ট এ-বছর বন্ধ থাকছে। শহরে পার্কস্ট্রিটের পর সবচেয়ে বড় করে বড়দিন অনুষ্ঠিত হয় বো ব্যারাকে। তবে এ-বছর অ্যাংলো পাড়া বড়দিনে একোবারেই স্তব্ধ। কেক, ওয়াইন তৈরি হচ্ছে লাল বাড়িগুলোর অন্দরে। আলোয় সেজেছে বো-ব্যারাকের ‘লিটল ইন্ডিয়া’। তবুও মনমরা বো ব্যারাকের বাসিন্দারা। প্রতি বছরের মতো আত্মীয়রা বিদেশ থেকে আসতে পারছেন না এ বছর। কেমন আছে বর্ষশেষের বো ব্যারাক?
Published on: Dec 22, 2020 12:14 PM