Nico park: বড় কিছু করার প্ল্যান ছিল? নিকোপার্কের সামনে পুলিশ গ্রেফতার ৩ জনকে
Nico park: বস্তুত, শীতের সময় নিকোপার্ক, ইকোপার্কের সময় প্রচুর মানুষ ঘুরতে আসেন। পর্যটকদের অন্যতম পছন্দের স্থান এটি। শুধু তাই নয়, সেক্টর ফাইভে অফিস ফিরতি লোকজনরাও যাতায়াত করেন এই রাস্তা দিয়ে। ফলে সেখানেই এভাবে ডাকাত ধরা পড়ায় ছড়িয়েছে চাঞ্চল্য।
কলকাতা: রাজ্যে অতি সক্রিয় পুলিশ-প্রশাসন। বাংলাদেশ আবহে যখন অনুপ্রবেশের জেরে গ্রেফতার হচ্ছে একের পর এক বাংলাদেশি। সেই সময় নিকো পার্ক মেট্রো স্টেশনের সামনে থেকে গ্রেফতার তিন ডাকাত। বড় কোনও উদ্দেশ্য ছিল তাদের? কেন জড়ো হয়েছিল তারা ওইখানে? তা সবটাই জানার চেষ্টা চলাচ্ছে দক্ষিণ বিধান নগর থানার পুলিশ।
বস্তুত, শীতের সময় নিকোপার্ক, ইকোপার্কের সময় প্রচুর মানুষ ঘুরতে আসেন। পর্যটকদের অন্যতম পছন্দের স্থান এটি। শুধু তাই নয়, সেক্টর ফাইভে অফিস ফিরতি লোকজনরাও যাতায়াত করেন এই রাস্তা দিয়ে। ফলে সেখানেই এভাবে ডাকাত ধরা পড়ায় ছড়িয়েছে চাঞ্চল্য।
গতকাল রাত্রিবেলা দক্ষিণ বিধান নগর থানার একটি পলিশের গাড়ি নিকো পার্কের সামনে দিয়ে টহল দিচ্ছিল। সেই সময় সন্দেহজনকভাবে বেশ কয়েকজনকে ঘোরাঘুরি করতে দেখা যায় ওই রাস্তায়। পরবর্তী সময়ে দক্ষিণ বিধান নগর থানার পুলিশের টহলদারি গাড়ি দেখতে পেয়ে বেশ কয়েকজন পালিয়ে যায়। পুলিশ ধাওয়া করে তিন জনকে গ্রেফতার করে। অভিযুক্তদের নাম রাজু চন্দ্র(৩২)। সে ট্যাংরার বাসিন্দা। আরিফ পাইক(৪০)। সে ডায়মন্ড হারবারের বাসিন্দা। অন্যজন হল জয়দেব চক্রবর্তী(২৬)। সে সেক্টর ফাইভে থাকে। অভিযুক্তদের কাছ থেকে উদ্ধার হয় বেশ কিছু ধারাল অস্ত্র, রড দড়ি উদ্ধার হয়েছে। ধৃত তিনজনকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ।
পুলিশ সূত্রে খবর, এরা ডাকাতির করার উদ্দেশ্যে এলাকায় জমা হয়েছিল। ধৃতদের বিরুদ্ধে ডাকাতিসহ একাধিক ধারায় মামলার রুজু করেছে পুলিশ। রবিবার তাদের বিধাননগর আদালতে পেশ করা হবে।