Bye election in West Bengal: উপনির্বাচনে তৃণমূলের ৪০ তারকা প্রচারক, আরজি কর কাণ্ডের আবহে ‘সতর্ক’ শাসকদল
Bye election in West Bengal: ১৩ নভেম্বর যে ৬টি আসনে উপনির্বাচন হবে, সেই আসনগুলি হল হাড়োয়া, নৈহাটি, মাদারিহাট, সিতাই, মেদিনীপুর এবং তালডাংরা। একুশের বিধানসভা নির্বাচনে এই ৬টি আসনের মধ্যে ৫টি জিতেছিল রাজ্যের শাসকদল। একটি জিতেছিল বিজেপি।
কলকাতা: আর একমাসও বাকি নেই। আগামী ১৩ নভেম্বর রাজ্যের ৬ বিধানসভা আসনে উপনির্বাচন। প্রার্থী ঘোষণার পর এবার ৪০ জন তারকা প্রচারকের নামের তালিকা নির্বাচন কমিশনে জমা দিল তৃণমূল কংগ্রেস। তারকা প্রচারকের তালিকায় শীর্ষে রয়েছে দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম। রয়েছে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামও। যদিও এই দু’জনের শিডিউল এখনও তৈরি হয়নি।
চোখের অস্ত্রোপচারের জন্য এই মুহূর্তে আমেরিকায় রয়েছেন অভিষেক। গতকাল এক্স হ্যান্ডলে তিনি জানিয়েছেন, এই নিয়ে অষ্টমবার তাঁর চোখে সফল অস্ত্রোপচার হয়েছে। অস্ত্রোপচার-পরবর্তী কিছু নির্দেশিকা ও সতর্কতা অনুসরণ করতে হবে বলে তিনি জানিয়েছেন। আমেরিকা থেকে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক কবে ফিরছেন, তা নিয়ে এখনও কিছু জানা যায়নি।
১৩ নভেম্বর যে ৬টি আসনে উপনির্বাচন হবে, সেই আসনগুলি হল হাড়োয়া, নৈহাটি, মাদারিহাট, সিতাই, মেদিনীপুর এবং তালডাংরা। একুশের বিধানসভা নির্বাচনে এই ৬টি আসনের মধ্যে ৫টি জিতেছিল রাজ্যের শাসকদল। একটি জিতেছিল বিজেপি। উপনির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার পরই তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ এক্স হ্যান্ডলে লেখেন, ৬টি আসনেই জিতবে তৃণমূল। তবে উপনির্বাচন হলেও বিষয়টি হালকাভাবে দেখছে না তৃণমূল নেতৃত্ব। প্রথমত, লোকসভা নির্বাচনে শহর এলাকায় তৃণমূলের ভোট কমা। দ্বিতীয়ত, আরজি কর কাণ্ডের আবহে এই উপনির্বাচন হচ্ছে। আরজি কর কাণ্ডের প্রতিবাদে জুনিয়র ডাক্তারদের আন্দোলনে সামিল হয়েছেন সাধারণ মানুষ। এই আবহেই ছয় কেন্দ্রে উপনির্বাচনকে হালকাভাবে নিচ্ছে না রাজ্যের শাসকদল।
জানা গিয়েছে, উপনির্বাচনের প্রচারে কেন্দ্রের বঞ্চনা এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের উন্নয়নকে তুলে ধরবে তৃণমূল নেতৃত্ব। একই সঙ্গে আগামী ডিসেম্বর মাসের মধ্যে আবাসের প্রাপ্য টাকার প্রথম কিস্তি দেবে রাজ্য সরকার। এই ঘোষণা তাৎপর্যপূর্ণ ফল দেবে নির্বাচনে। আশা তৃণমূল নেতৃত্বের। তবে নাগরিক আন্দোলনের পর এই উপনির্বাচন যেমন ভাবাচ্ছে তৃণমূলকে, আবার ভরসা দিচ্ছে রায়গঞ্জ বিধানসভার উপনির্বাচনের ফলাফল। রায়গঞ্জ লোকসভায় হেরে গেলেও জুলাইয়ে উপনির্বাচনে জিতেছিল তৃণমূল।