Kunal Ghosh slams Partha: জেলে বসেই কান ভাঙানোর চেষ্টা পার্থর? সন্দিহান কুণাল বললেন, ‘ওঁর মতো কুৎসিত ঘৃণ্য তোলাবাজ অপরাধী…’
TMC: কুণাল বলেন, 'যার বান্ধবীর বাড়িতে কোটি কোটি টাকা পাওয়া যায়, তিনি আমাকে শত্রু বলে মনে করেন। এটা আমার বড় ক্যারেক্টার সার্টিফিকেট।' সে কথা বলেই কুণালের সংযোজন, 'পার্থদা জেল থেকেই কাউকে কাউকে খবর পাঠিয়ে এই ধরনের কাজ করাচ্ছেন কি না, সেটাও তাহলে আমাকে খতিয়ে দেখতে হবে।'

কলকাতা: কুণাল ঘোষ প্রসঙ্গে এতদিন পর মুখ খুলেছেন পার্থ চট্টোপাধ্য়ায়। জলবন্দি প্রাক্তন শিক্ষামন্ত্রী অবশেষে কুণালের সব আক্রমণের জবাব দিয়েছেন। বলেছেন, কুণালকে অনেক আগেই দল থেকে ‘তাড়িয়ে দেওয়া’ উচিত ছিল। এবার পার্থকে মোক্ষম নিশানা করলেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদকের পদ থেকে অপসারিত কুণাল। পাল্টা প্রশ্ন তুলে দিয়েছেন, জেল থেকেই পার্থ কারও কারও কাছে খবর পাঠিয়ে কান ভাঙানোর চেষ্টা করছেন কি না। কুণাল বলেন, ‘যার বান্ধবীর বাড়িতে কোটি কোটি টাকা পাওয়া যায়, তিনি আমাকে শত্রু বলে মনে করেন। এটা আমার বড় ক্যারেক্টার সার্টিফিকেট।’ সে কথা বলেই কুণালের সংযোজন, ‘পার্থদা জেল থেকেই কাউকে কাউকে খবর পাঠিয়ে এই ধরনের কাজ করাচ্ছেন কি না, সেটাও তাহলে আমাকে খতিয়ে দেখতে হবে।’
পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেফতারির পর থেকে বিভিন্ন সময়ে প্রাক্তন শিক্ষামন্ত্রীকে আক্রমণ করেছেন কুণাল। এমনকী পার্থর গ্রেফতারি পর অবিলম্বে তাঁকে মন্ত্রিত্ব ও দলীয় পদ থেকে সরানোর দাবিতে সরব হয়েছিল কুণালই। সেই কুণালই এখন দলের পদ খুইয়েছেন। আর তারপরই বাঁকা খোঁচা দিয়েছেন জেলবন্দি তৃণমূলের প্রাক্তন মহাসচিবও।
এবার তার জবাব দিয়ে কুণাল বললেন, ‘পার্থ চট্টোপাধ্য়ায় আমার সমালোচনা করছেন। তিনি আমাকে শত্রু বলে মনে করেন। পার্থ চট্টোপাধ্য়ায়ের মতো একজন কুৎসিত ঘৃণ্য তোলাবাজ অপরাধী, যে চাকরি বেচে কোটি কোটি টাকা তুলেছেন। দল ও সরকারি পদের অপব্যবহার করে যোগ্যদের চাকরি বেচে, এই কেলেঙ্কারির অন্যতম কিংপিন। তিনি মাস্টারমাইন্ড। তিনিই বলছেন, আমি শত্রু। দলের মধ্যে আমি তাঁর শত্রু ছিলাম। তিনি আমাকে খারাপ চোখে দেখেন। এটা তো আমার সততা, স্বচ্ছতা ও সঠিক অবস্থানই প্রমাণিত হচ্ছে।’





