Abhishek Banerjee: ইডির ৯ ঘণ্টার ম্যারাথন জিজ্ঞাসাবাদ সামলে সিজিও থেকে বেরলেন অভিষেক
Abhishek Banerjee: এখনই যে তাঁর বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ করা হবে না, এই মর্মে মৌখিক আশ্বাস দিয়েছিলেন ইডি-র আইনজীবী। শেষ পর্যন্ত বুধবার নিয়োগ দুর্নীতি মামলায় সকাল ১১টা ৪০ নাগাদ সিজিও কমপ্লেক্সে হাজিরা দেন অভিষেক। চলে ম্যারাথন জেরা। অবশেষে ৮ ঘণ্টা পর সিজিও থেকে বেরলেন অভিষেক।

কলকাতা: ইডির (ED) ডাক পেলেও হাজিরা দিতে যাবেন কী যাবেন না তা নিয়ে চলছিল জল্পনা। যদিও একদিন আগেই রক্ষাকবচ চেয়ে কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) হাজির হয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) আইনজীবী। তবে এখনই যে তাঁর বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ করা হবে না, এই মর্মে মৌখিক আশ্বাস দিয়েছিলেন ইডি-র আইনজীবী। শেষ পর্যন্ত বুধবার নিয়োগ দুর্নীতি মামলায় সকাল ১১টা ৪০ নাগাদ সিজিও কমপ্লেক্সে হাজিরা দেন অভিষেক। চলে ম্যারাথন জিজ্ঞাসাবাদ। অবশেষে ৯ ঘণ্টা ১৫ মিনিট পর সিজিও থেকে বেরলেন অভিষেক। ছাতা হাতে ধীর পায়ে বেরিয়ে আসতে দেখা গেল সিজিও থেকে।
আগের দিনও গিয়েছিলেন, এদিনও গেলেন কালো টি-শার্ট পরেই। এই কালো টি-শার্ট পরেই কখনও দিল্লিতে ইডির সদর দফতরে, কখনও কলকাতার সিজিও কমপ্লেক্সে আসতে দেখা গিয়েছে তাঁকে। শেষবার সিজিও-তে এসেছিলেন মে মাসে। এদিকে অভিষেককে ইডির তলব নিয়ে এদিন সকাল থেকেই সোশ্যাল মিডিয়ায় লাগাতার পোস্ট করতে থাকে তৃণমূলের যুব সেল। ট্রেন্ড হতে থাকে #ABJhukeganaki. এজেন্সি রাজনীতির অভিযোগ তুলে পড়তে থাকে একের পর এক পোস্ট। আইটি সেলকে হাতিয়ার করে অভিষেকের সমর্থনে সুর চড়াতে থাকেন তৃণমূলের যুব ব্রিগেড।