AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Sayantika Banerjee: ইস্তফা দিলেন সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়

TMC: পুরুলিয়া, বাঁকুড়া থেকে ভাঙড়, দলীয় কর্মসূচিতে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় গিয়েছেন সায়ন্তিকা। গত কয়েকদিনে দলের বিভিন্ন কর্মসূচিতেই সামনের সারিতে দেখা গিয়েছে তাঁকে। রবিবার প্রার্থী তালিকা সামনে আসার পরই সামনে আসে ইস্তফাপত্রটি। ইস্তফাপত্রে কোনও তারিখের উল্লেখ নেই।

Sayantika Banerjee: ইস্তফা দিলেন সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়
সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। Image Credit: Facebook
| Edited By: | Updated on: Mar 11, 2024 | 1:38 AM
Share

কলকাতা: প্রার্থী তালিকা প্রকাশের দিনই রাজ্য তৃণমূল কংগ্রেসের সম্পাদক থেকে ইস্তফা দিলেন সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। জানা গিয়েছে, রাজ্য সভাপতি সুব্রত বক্সীর কাছে পদত্যাগ পত্র পাঠিয়েছেন এই তারকা-নেত্রী। এমনও শোনা যাচ্ছে সায়ন্তিকা মঞ্জুষার ডিরেক্টর ও রাজ্য পর্যটন দফতরের ভাইস চেয়ারম্যান পদ থেকেও ইস্তফা দিতে চলেছেন। সোমবারই হয়ত এই পদ থেকে সরে দাঁড়াতে পারেন তিনি। যদিও এখনও তাঁর কোনও বক্তব্য পাওয়া যায়নি।

২০২১ সালের বিধানসভা ভোটে বাঁকুড়া থেকে প্রার্থী হন সায়ন্তিকা। হেরে যান তিনি। তবে বলেছিলেন, পাশে থাকবেন বাঁকুড়ার মানুষের। বিভিন্ন সময় জেলায় দেখা গিয়েছে তাঁকে। পুরুলিয়া, বাঁকুড়া থেকে ভাঙড়, দলীয় কর্মসূচিতে বিভিন্ন সময় বিভিন্ন জেলাতেই গিয়েছেন সায়ন্তিকা। গত কয়েকদিনে দলের বিভিন্ন কর্মসূচিতে সামনের সারিতে দেখা গিয়েছে। রবিবার প্রার্থী তালিকা ঘোষণা করে তৃণমূল। আর এর পর পর সামনে এল ইস্তফাপত্রটি।

যদিও ইস্তফাপত্রে কোনও তারিখের উল্লেখ নেই। সেই কোনও সইও। তবে শুরুতেই লেখা আছে, ‘জনগর্জন সভার সাফল্যের জন্য অভিনন্দন’ বার্তা। তা থেকে বোঝা যাচ্ছে এই চিঠি রবিবারই। চিঠিতে লেখা হয়েছে, ‘আমি গত ৩ বছর ধরে দলের সামগ্রিক রাজনৈতিক প্রতিবাদী ও উন্নয়ন কর্মসূচির সঙ্গে সামগ্রিকভাবে জড়িত ছিলাম। দলের সুনির্দিষ্ট পার্টিলাইন মেনে সমস্ত কর্মসূচিতে সক্রিয় অংশগ্রহণ করেছি। এই পর্যায়ে আমি দলের সমস্ত রাজনৈতিক দায়িত্ব থেকে ইস্তফা দিচ্ছি।’