Abhishek Banerjee at ED: ১ ঘণ্টা পর ED দফতর থেকে বেরিয়ে এলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়

Supriyo Guha | Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Nov 09, 2023 | 12:23 PM

Abhishek Banerjee at ED: শুধুমাত্র নিয়োগ দুর্নীতিতে নয়, কয়লা দুর্নীতি মামলাতেও অভিষেককে একাধিকবার ইডি দফতরে হাজিরা দিতে হয়েছে। প্রতিবারই অভিষেক দাবি করেছেন, এটা রাজনৈতিক ষড়যন্ত্র ছাড়া আর কিছুই নয়।

Abhishek Banerjee at ED: ১ ঘণ্টা পর ED দফতর থেকে বেরিয়ে এলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
সিজিও থেকে বেরলেন অভিষেক
Image Credit source: TV9 Bangla

Follow Us

  1. মাত্র ২ দিন সময় পেয়েছিলাম। তার মধ্যে সব নথি জোগাড় করতে হবে। আরও নথি প্রয়োজন হলে দেব: অভিষেক।
  2. আদালত বলেছিল, আগে নথি জমা করতে, প্রয়োজন পড়লে তলব করা হবে। ডিভিশন বেঞ্চের নির্দেশকে হাতিয়ার করে আমি হাজিরা এড়িয়ে যেতে পারতাম। কিন্তু আমি কখনও অজুহাত খুঁজিনি, ভবিষ্যতেও খুঁজব না: অভিষেক।
  3. অভিষেক বলেন, “বারবার যে কথা বলেছি। আজও সে কথা বলে এসেছি। আমি তদন্তকারী সংস্থাকে সাহায্য করেছি। আবারও করব। নবজোয়ার কর্মসূচির মাঝেও আমি এসেছি।”
  4. অভিষেক জানিয়েছেন, সাড়ে ৬ হাজার পাতার রিপ্লাই এদিন জমা দিয়েছেন তিনি। সেগুলো দেখার পর ইডি তাঁকে ফের ডাকতে পারেন।
  5. সিজিও কমপ্লেক্স থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি জানিয়েছেন, তদন্তকারী সংস্থাকে আগেও সাহায্য করেছেন, আবারও করবেন।
  6. ১১ টায় ইডি দফতরে প্রবেশ করেছিলেন অভিষেক। ঠিক ১ ঘণ্টা পর অর্থাৎ দুপুর ১২ টায় সেই দফতর থেকে বেরিয়ে আসেন অভিষেক।

বেলা ১১ টায় ইডি দফতরে তলব করা হয়েছিল তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। সেই মতো বৃহস্পতিবার সকালে নির্দিষ্ট সময়েই বাড়ি থেকে বেরিয়ে যান অভিষেক। ঠিক ১১টা ৫ মিনিটে সিজিও কমপ্লেক্সে প্রবেশ করে তাঁর কালো গাড়ি। বাড়ি থেকে বেরনোর সময় কাচ নামিয়ে গাড়ি থেকে হাত নাড়তেও দেখা যায় অভিষেককে।

নিয়োগ দুর্নীতি মামলায় আজ তলব করা হয়েছে তৃণমূল সাংসদকে। যে সংস্থার অন্যতম কর্তা হিসেবে নাম রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের, সেই সংস্থার নাম জড়িয়েছে নিয়োগ দুর্নীতি মামলায়। এরপর একাধিকবার তলব করা হয় তাঁকে। এর আগে গত অক্টোবর মাসেও তলব করা হয়েছিল তাঁকে। পরে আদালতের নির্দেশে প্রয়োজনীয় নথি পাঠানো হয় কেন্দ্রীয় সংস্থার অফিসে।

Next Article