Kalyan vs Governor: রাজভবনে বন্দুক-বোমা? কল্যাণের অভিযোগ শুনে রাজ্যপাল বললেন, ‘এসে দেখে যান…’

| Edited By: Avra Chattopadhyay

Nov 16, 2025 | 3:00 PM

CV Ananda Bose: কিন্তু সেই 'তদন্তের' পর কল্যাণের দাবি যদি ভুয়ো হয়, তখন সাংসদকে বাংলার মানুষের কাছে 'ক্ষমা চাইতে হবে' বলেই নির্দেশ রাজভবনের। পাশাপাশি, তৃণমূল সাংসদের বিরুদ্ধে বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের কাছে তদন্তের আর্জি জানানো হবে বলেও জানিয়েছে রাজভবন।

কলকাতা: রাজভবনে মজুত করা রয়েছে বন্দুক-বোমা? রাজ্যপাল সিভি আনন্দ বোসের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্য়াণ বন্দ্যোপাধ্য়ায়। এদিন তিনি বলেন, ‘রাজ্যপাল রাজভবনে বসে বিজেপির দুষ্কৃতীদের ডাকছেন। সবার হাতে একটা বন্দুক দিচ্ছেন, বোমা দিচ্ছেন। দিয়ে বলছেন, তৃণমূলকে মেরে আসুন।’

কল্য়াণের মন্তব্য ঘিরে চড়েছে রাজ্যের পারদ। শনিবার রাতেই একটি বিবৃতি জারি করা হয়েছে রাজভবন তরফে। তাতে বলা হয়েছে, ‘খুলে দেওয়া হবে রাজভবন। সরেজমিনে খতিয়ে দেখে যেতে পারবেন সাধারণ।’ কিন্তু সেই ‘তদন্তের’ পর কল্যাণের দাবি যদি ভুয়ো হয়, তখন সাংসদকে বাংলার মানুষের কাছে ‘ক্ষমা চাইতে হবে’ বলেই নির্দেশ রাজভবনের। পাশাপাশি, তৃণমূল সাংসদের বিরুদ্ধে লোকসভার অধ্যক্ষের কাছে তদন্তের আর্জি জানানো হবে বলেও জানিয়েছে রাজভবন।

Published on: Nov 16, 2025 02:03 PM