Nayna Bandyopadhyay: স্বামী সুদীপকে কুণালের আক্রমণ, নয়নার উত্তর, ‘নো কমেন্টস,নো কমেন্টস, নো কমেন্টস…’

Nayna Bandyopadhyay: বৃহস্পতিবার রাত্রিবেলা একটি টুইট করেছিলেন কুণাল , সেখান থেকেই যাবতীয় চর্চার সূত্রপাত। কারও নাম না করে কোনও এক নেতাকে 'অযোগ্য গ্রুপবাজ স্বার্থপর' বলে কটাক্ষ করেছিলেন কুণাল। পরে এদিন বিকেলে আরও একটি টুইট করেন তিনি।

Nayna Bandyopadhyay: স্বামী সুদীপকে কুণালের আক্রমণ, নয়নার উত্তর, 'নো কমেন্টস,নো কমেন্টস, নো কমেন্টস...'
সুদীপ বন্দ্যোপাধ্যায় ও নয়না বন্দ্যোপাধ্যায়Image Credit source: Tv9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Mar 02, 2024 | 1:43 PM

কলকাতা: শুক্রবার তৃণমূলের রাজ্য সম্পাদক ও মুখপাত্র পদ থেকে ইস্তফা দিয়েছেন কুণাল ঘোষ। আর তারপরই উত্তর কলকাতার সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে একের পর এক তোপ দেগেছেন তিনি। কখনও তাঁর চেহারা শাহজাহানের মতো দেখতে বলে কটাক্ষ করেছেন, কখনও আবার ‘গ্রুপবাজির’ অভিযোগ তুলেছেন তাঁর বিরুদ্ধে। তবে এখনও অবধি এই সংক্রান্ত বিষয়ে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের কোনও প্রতিক্রিয়া আসেনি। তবে তাঁর স্ত্রী তথা বিধায়ক নয়না বন্দ্যোপাধ্যায়কে এ প্রসঙ্গে টিভি ৯ বাংলা প্রতিক্রিয়া চাইলে তিনি কী বলেছেন?

টিভি ৯ বাংলা: দলে সুদীপ বন্দ্যোপাধ্যাকে ঘিরে বিক্ষোভ, পদ থেকে ইস্তফা দিয়েছেন কুণাল কী বলবেন?”

নয়না বন্দ্যোপাধ্যায়: কিছু বলার নেই, নো কমেন্টস

টিভি ৯ বাংলা: কুণাল ঘোষ তুলনা করছেন সুদীপ বন্দ্যোপাধ্যায়কে শেখ শাহজাহানের সঙ্গে!

নয়না বন্দ্যোপাধ্যায়: নো কমেন্টস, নো কমেন্টস

টিভি ৯ বাংলা: প্রশ্ন উঠছে, সুদীপবাবু নাকি বিজেপি-র লোক। নরেন্দ্র মোদী এসেছেন বাংলায় উনি চুপ আছেন বলছেন কুণাল

নয়না বন্দ্যোপাধ্যায়: আবারও বলছি নো কমেন্টস। আমি কোনও কমেন্ট করতে চাইছি না তো আপনি আমায় কেন বলছেন?

টিভি ৯ বাংলা: কয়লা দুর্নীতির টাকা হাসপাতালে দেওয়া হয়েছিল যখন সুদীপবাবু ভর্তি ছিলেন, তার সিবিআই তদন্ত চাওয়া হয়েছে

নয়না বন্দ্যোপাধ্যায়: উফঃ কাম অন…

আজ কার্যত স্বামীর মতোই নিঃশ্চুপ ছিলেন নয়না। শেষে কার্যত বিরক্ত দেখাল তাঁকে। প্রসঙ্গত, বৃহস্পতিবার রাত্রিবেলা একটি টুইট করেছিলেন কুণাল , সেখান থেকেই যাবতীয় চর্চার সূত্রপাত। কারও নাম না করে কোনও এক নেতাকে ‘অযোগ্য গ্রুপবাজ স্বার্থপর’ বলে কটাক্ষ করেছিলেন কুণাল। পরে এদিন বিকেলে আরও একটি টুইট করেন তিনি। সেখানেও দলের পদ থেকে সরে দাঁড়ানোর ইচ্ছাপ্রকাশ করে বলেন, ‘সিস্টেমে আমি মিসফিট। আমার পক্ষে কাজ চালানো সম্ভব হচ্ছে না। আমি দলের সৈনিক হিসেবেই থাকব।’ এই আবহের মধ্য়েই এবার উত্তর কলকাতার দলীয় সাংসদ সুদীপবাবুর বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দেন। তাঁর অভিযোগ, সুদীপ উত্তর কলকাতার রাজনীতিকে ‘ব্যক্তিগত সম্পত্তির মতো করে চালাচ্ছেন’। আবার কখনও বলেছেন, ‘সুদীপদাকে (সুদীপ বন্দ্যোপাধ্যায়) দেখতে সুন্দর। শাহজাহান টাইপ চেহারা। বড়-সড় শাহজাহান। ওকে দেখতে সুন্দর’