টলিউডে হাওয়াবদল! আড়াআড়ি ভাগ বাংলা ইন্ডাস্ট্রি, কারা কারা বিজেপিতে?
টলিউড তারকাদের বিজেপিতে যোগ

টলিউডে হাওয়াবদল! আড়াআড়ি ভাগ বাংলা ইন্ডাস্ট্রি, কারা কারা বিজেপিতে?

sreejayee das | Edited By: সৌরভ পাল

Feb 23, 2021 | 3:26 PM

বৈঠকে যোগ দেওয়া সেলেবদের তালিকা ছিল রীতিমতো চোখ কপালে তুলে দেওয়ার মতো। প্রথম সারির সমস্ত অভিনেতা, পরিচালক, প্রযোজক থেকে শুরু করে নামজাদা সঙ্গীত পরিচালকারাও হাজির রয়েছেন এই বৈঠকে।

ভোটের আগে শাসক শিবিরের কপালে ভাঁজ ফেলে কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সঙ্গে একান্ত আলোচনায় বসল টলিপাড়ার একটা বড় অংশ। সোমবার শহরের একটি পাঁচতারা হোটেলে টলিগঞ্জের একঝাঁক কলাকুশলীদের সঙ্গে বৈঠক করেন কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাভড়েকর। বৈঠকে যোগ দেওয়া সেলেবদের তালিকা ছিল রীতিমতো চোখ কপালে তুলে দেওয়ার মতো। প্রথম সারির সমস্ত অভিনেতা, পরিচালক, প্রযোজক থেকে শুরু করে নামজাদা সঙ্গীত পরিচালকারাও হাজির রয়েছেন এই বৈঠকে।

 

Published on: Feb 23, 2021 12:24 PM