Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

TomTom Traffic Index 2024: যানজটে দুর্ভোগ, অফিস যেতে দেরি! বিশ্বের ‘ধীরতম’ শহরের তালিকায় দ্বিতীয় কলকাতা

TomTom Traffic Index 2024: সম্প্রতি প্রকাশিত পরিসংখ্যান বলছে, এই গোটা বিশ্বে যানজটপূর্ণ শহরের তালিকায় দ্বিতীয় কলকাতা। টপকে গিয়েছে বেঙ্গালুরুকেও।

TomTom Traffic Index 2024: যানজটে দুর্ভোগ, অফিস যেতে দেরি! বিশ্বের 'ধীরতম' শহরের তালিকায় দ্বিতীয় কলকাতা
প্রতীকী ছবিImage Credit source: PTI
Follow Us:
| Updated on: Jan 13, 2025 | 12:29 PM

কলকাতা: আবারও কাজে যেতে দেরি। যানজটে ফেঁসে যেন ছোট ছোট পায়ে এগোচ্ছে বাস। সীমাহীন দুর্ভোগ। মনে হয় যেন এই বিশ্বের সবচেয়ে খারাপ ভাগ্য খোদ আপনার নিজেরই। কিন্তু এমনটা নয়। আপনার মতোই যানজটে ফেঁসে অফিসে দেরি করে ফেলেছেন আপনার বাসের সিটে বসে থাকা পাশের ব্যক্তিটাও।

সম্প্রতি প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী, ভারতের ধীরতম শহরের তকমা পেল কলকাতা। আর গোটা বিশ্বের নিরিখে হয়েছে দ্বিতীয়। যানজট-অস্বস্তির এই মাপদণ্ডে শহর কলকাতা ২০২৪ সালে টপকে গিয়েছে বেঙ্গালুরুকেও। কর্নাটকের এই ‘টেক হাব’কে যানজটে ‘সেরার সেরা’ বলেই মনে করত বহু মানুষ। কিন্তু এই যানজট ও দুর্ভোগের এই তালিকায় বেঙ্গালুরুকে গোল দিয়ে টপকে গিয়েছে শহর কলকাতা।

টমটম নামক এক সংস্থার প্রকাশিত ট্রাফিক ইনডেক্স রিপোর্ট অনুযায়ী, কলকাতায় গড়ে একজন ব্যক্তিকে গাড়ি বা বাসে মাত্র দশ কিলোমিটার যেতে ব্যয় করতে হয় ৩৪ মিনিট ৩৩ সেকেন্ড। একই হাল বেঙ্গালুরুরও। কলকাতার থেকে মাত্র কয়েক সেকেন্ড পিছিয়ে কর্নাটকের এই শহর।

আর বিন্দু বিন্দুতেই সিন্ধু। রিপোর্ট অনুযায়ী, মাত্র ৩০-৩৫ মিনিট ব্যয় করেই গোটা বছরে কলকাতায় একজন ব্যক্তি গড়ে ১১০ ঘণ্টা হারিয়ে ফেলেন। আর সাম্প্রতিককালে সেই যানজটে দোসর হয়েছে দূষণ। ধুলো-বালিতে ঢেকেছে শহরের একাধিক জায়গা। ফলত দুর্ভোগ সঙ্গে অস্বস্তি। মিলে মিশে সব একাকার।

বিশ্বের যানজটপূর্ণ ও ব্যস্ততম শহরের এই তালিকায় প্রথম দশে নাম তুলেছে ভারতেরই তিনটি শহর। কলকাতা, বেঙ্গালুরুর পর চতুর্থ স্থানে রয়েছে পুনে। সেই শহরে গড়ে প্রতিজন প্রতি দশ কিলোমিটার গাড়িতে সফর করতে ব্যয় করেন ৩৩ মিনিট ২২ সেকেন্ড। এই তালিকায় নাম রয়েছে হায়দরাবাদ, চেন্নাই , মুম্বই, আহমেদাবাদ ও জয়পুরের। কিন্তু এই বিশ্বের সবচেয়ে যানজটপূর্ণ শহরের নাম জানেন কি? প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, কলোম্বিয়ার বারানকিলা হচ্ছে এই বিশ্বের সবচেয়ে ধীরতম শহর।