AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

TMC: গুজরাটের কোম্পানিকে টেন্ডার পাইয়ে দিচ্ছে কমিশন, দাবি তৃণমূলের

TMC: এ দিন এই একই অভিযোগ করেন রাজ্যের অপর মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যও। তিনি বলেন, "আগামিকাল উপনির্বাচন হচ্ছে কালীগঞ্জে। এই ভোটের জন্য জাতীয় নির্বাচন কমিশন এটি পরিচালনা করছেন। এরা ২ জুন একটি টেন্ডার ফ্লোট করে ওয়েব কাস্টিংয়ের জন্য।"

TMC: গুজরাটের কোম্পানিকে টেন্ডার পাইয়ে দিচ্ছে কমিশন, দাবি তৃণমূলের
চন্দ্রিমা ভট্টাচার্যImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Jun 19, 2025 | 9:09 AM
Share

কলকাতা: বৃহস্পতিবার উপভোট রয়েছে। তার আগে বড় অভিযোগ তুললেন রাজ্যের পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। তাঁর দাবি,উপভোটের প্রয়োজনীয় সরঞ্জাম সরবরাহের ক্ষেত্রে টেন্ডার দেওয়া হয়েছে গুজরাটের কোম্পানিকে। বাংলারও অনেক কোম্পানি রয়েছে। কিন্তু তাদের সেই বরাত দেওয়া হয়নি। টেন্ডার পাইয়ে দেওয়ার ক্ষেত্রে পক্ষপাতিত্ব করা হচ্ছে বলে অভিযোগ তুলেছেন তিনি।

এ দিন এই একই অভিযোগ করেন রাজ্যের অপর মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যও। তিনি বলেন, “আগামিকাল উপনির্বাচন হচ্ছে কালীগঞ্জে। এই ভোটের জন্য জাতীয় নির্বাচন কমিশন এটি পরিচালনা করছেন। এরা ২ জুন একটি টেন্ডার ফ্লোট করে ওয়েব কাস্টিংয়ের জন্য। টেন্ডারে দেখা গেল বেশ কিছু অদ্ভুত নিয়ম দেওয়া হয়েছে উপযুক্ততাদের জন্য। ওরা বলছে (নির্বাচন কমিশন) বুথের পাশে গাড়ি রাখার ব্যবস্থা করতে হবে। সেই গাড়িগুলির উপর আবার ক্যামেরা লাগানো থাকবে। ১০০টা গাড়ির উপরে ক্যামেরা লাগাতে হবে বলেছে কমিশন। এমন তো আগে কখনো হয়নি। হঠাৎ কেন এই নিয়ম চালু করা হল? নির্বাচন কমিশন কোনও উত্তর দেয়নি।”

এ দিন চন্দ্রিমা এও বলেন, “আমাদের মনে সন্দেহ হচ্ছে এই টেন্ডার ২রা জুন ডাকা হল।৪ জুন মিটিং হল। সেখানে বাংলার তিনজন অংশ নিল। কিন্তু তাঁদের বাদ দিয়ে গুজরাটের বাসিন্দাদের টেন্ডার দিয়ে দেওয়া হল।” অর্থাৎ কাজের বরাতও যে নির্বাচন কমিশন গুজরাটকে দিচ্ছে সেই দিকে আঙুল তুললেন তৃণমূলের দুই মন্ত্রী। এ প্রসঙ্গে বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ বলেন, “এটা তো নির্বাচন কমিশনের ব্যাপার। ওরাই এর ভাল উত্তর দিতে পারবে।”