AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

‘CBI কে চেপে ধর, জাস্টিস ফর RG Kar’, ফের রাজপথে গর্জে উঠলেন তৃণমূলপন্থী আইনজীবীরা, দেখা গেল না কল্যাণকে

RG Kar Case: সোমবার আবার দলমত নির্বিশেষে আইনজীবীরা মিছিলের ডাক দিলেও শেষ পর্যন্ত সায়ন-কল্যাণের ঝগড়া তাতে একেবারে অন্য মাত্রা যোগ করে দেয়। কল্যাণ সায়ন বন্দ্যোপাধ্যায়কে সরাসরি বলেন, ভোটে তাঁদের জমানত বাজেয়াপ্ত হয়েছে। এদিন অবশ্য দেখা যায়নি কল্যাণকে।

‘CBI কে চেপে ধর, জাস্টিস ফর RG Kar’, ফের রাজপথে গর্জে উঠলেন তৃণমূলপন্থী আইনজীবীরা, দেখা গেল না কল্যাণকে
ফের রাজপথে চলল মিছিল Image Credit: TV 9 Bangla
| Edited By: | Updated on: Aug 21, 2024 | 5:35 PM
Share

কলকাতা: কয়েকদিন আগে তিলোত্তমা ধর্ষণ-খুনের বিচার চেয়ে কলকাতার রাজপথের দখল নিয়েছিলেন আইনজীবীরা। উঠেছিল স্লোগান। তারমধ্যেই আবার কল্যাণ বন্দ্যোপাধ্যায় ও সায়ন বন্দ্যোপাধ্যায়ের মধ্যে ঝামেলার ছবিও দেখেছিল জনগণ। এরইমধ্যে ফের আরজি করের ঘটনার বিচার চেয়ে ফের আইনজীবীরা মিছিল করলেন হাইকোর্ট চত্বরে। 

কোনও দলীয় পতাকা না থাকলেও তৃণমূলপন্থী আইনজীবীদেরই মূলত দেখা গেল সেই মিছিলে। ছিলেন তৃণমূলের নেতা আইনজীবী বৈশ্বানর চট্যার্জি। আবার এই মিছিলের শেষে হাঁটতে দেখা গেল আর জি কর হাসপাতালের আইনজীবী সুমন সেনগুপ্তকেও। তাঁরাও পথে নেমেছেন, তবে গলায় একটু অন্য সুর। তাঁদের স্লোগান, ‘সিবিআইকে চেপে ধর/ জাস্টিস ফর আর জি কর’। এই মর্মেই এগোল মিছিল। প্রসঙ্গত, ইতিমধ্য়েই সুপ্রিম নির্দেশে সিবিআইয়ের উপর বেড়েছে ‘চাপ’। আরজি কর কাণ্ডে এখনও পর্যন্ত গ্রেফতারির সংখ্যা ১। চলছে জিজ্ঞাসাবাদ। তবে নতুন লিড, বা তদন্তের অগ্রগতি নিয়ে নানা জল্পনা চললেও আসল ঘটনার পর্দাফাঁস কী হবে? সেই প্রশ্ন আরও জোরালো হয়েছে। বৃহস্পতিবারের মধ্যে সিবিআইকে স্টেটাস রিপোর্ট জমা দিতে বলেছে সুপ্রিম কোর্ট। 

এদিকে সোমবার আবার দলমত নির্বিশেষে আইনজীবীরা মিছিলের ডাক দিলেও শেষ পর্যন্ত সায়ন-কল্যাণের ঝগড়া তাতে একেবারে অন্য মাত্রা যোগ করে দেয়। কল্যাণ বন্দ্যোপাধ্যায় সায়ন বন্দ্যোপাধ্যায়কে সরাসরি বলেন, ভোটে তাঁদের জমানত বাজেয়াপ্ত হয়েছে। এরপরই পাল্টা তোপ দাগেন সায়নও। তবে এদিন আবার তৃণমূলপন্থী আইনজীবীরা থাকলেও এদিন দেখা গেল না তৃণমূলের কল্যান বন্দ্যোপাধ্যায়কে।