Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Calcutta High Court: আরও ৬০ হাজার শিক্ষকের ভাগ্য নির্ধারণ, চলতি সপ্তাহেই কোর্টে শুনানির সম্ভাবনা

Calcutta High Court: আইনজীবীদের একাংশের মতে, ২০২৩ সালের পর সেইভাবে আর এই মামলার কোনওরকম শুনানি হয়নি। তাঁদের এও বক্তব্য, ২০১৪ সালে যে টেট পরীক্ষা হয়েছে, তার উপর ভিত্তি করে পরের সব নিয়োগ হয়েছে। সেই কারণে ওই মামলার রায়ের উপর প্রায় ষাট হাজার শিক্ষকের চাকরির ভাগ্য নির্ভর করছে।

Calcutta High Court: আরও ৬০ হাজার শিক্ষকের ভাগ্য নির্ধারণ, চলতি সপ্তাহেই কোর্টে শুনানির সম্ভাবনা
কলকাতা হাইকোর্ট
Follow Us:
| Edited By: | Updated on: Apr 07, 2025 | 9:32 PM

কলকাতা: শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় প্রায় ছাব্বিশ হাজার শিক্ষক ও শিক্ষাকর্মীর চাকরি চলে গিয়েছে। এবার আরও একটি মামলার দ্রুত শুনানি চাইলেন মামলাকারীরা। যে মামলার রায়ের উপর প্রায় ষাট হাজার শিক্ষকের ভবিষ্যত নির্ভর করছে বলে জানা যাচ্ছে।

২০১৪ সালের টেট পরীক্ষার ওএমআর নষ্ট করে ফেলার মামলা দ্রুত শুনানির জন্য সোমবার আবেদন করা হয় বিচারপতি রাই চট্টোপাধ্যায়ের সিঙ্গল বেঞ্চে। আদালত এই মামলার শুনানি চলতি সপ্তাহেই উঠতে পারে বলে ইঙ্গিত দেয়। আইনজীবীদের বক্তব্য,২০১৪ সালের টেটের উপর ভিত্তি করে পরবর্তী ২০১৬–২০১৭ ও ২০২০–২০২১ এই দুই দফায় প্রায় ষাট হাজার শিক্ষক নিয়োগ হয়। ফলে সিঙ্গল বেঞ্চে এই মামলার রায়ের উপরে ওই ৬০ হাজার শিক্ষকের ভবিষ্যৎ নির্ভর করছে।

আইনজীবীদের একাংশের মতে, ২০২৩ সালের পর সেইভাবে আর এই মামলার কোনওরকম শুনানি হয়নি। তাঁদের এও বক্তব্য, ২০১৪ সালে যে টেট পরীক্ষা হয়েছে, তার উপর ভিত্তি করে পরের সব নিয়োগ হয়েছে। সেই কারণে ওই মামলার রায়ের উপর প্রায় ষাট হাজার শিক্ষকের চাকরির ভাগ্য নির্ভর করছে। সেই কারণে আইনজীবীদের একাংশ দ্রুততার সঙ্গে এই মামলার শুনানির জন্য আবেদন করছেন।