Murshidabad Unrest: ‘স্থানীয় তৃণমূল নেতার নেতৃত্বেই মুর্শিদাবাদে হিংসা’, হাইকোর্টের তদন্ত কমিটির রিপোর্টে বিস্ফোরক অভিযোগ
Murshidabad Unrest: আদালত গঠিত এই তিন সদস্যের কমিটি মুর্শিদাবাদে গিয়ে এই রিপোর্ট তৈরি করেছে। যে রিপোর্টের ছত্রে ছত্রে বিস্ফোরক সব অভিযোগ উঠে এসেছে। তাই ফের রাজনৈতিক চর্চা শুরু হয়ে গিয়েছে পুরোদমে।

কলকাতা ও মুর্শিদাবাদ: মুর্শিদাবাদের হিংসা নিয়ে হাইকোর্ট গঠিত কমিটির রিপোর্টে উদ্বেগ। শুধু বেতবোনাতেই ১১৩টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে, সূত্রের খবর এমনটাই উল্লেখ করা হয়েছে রিপোর্টে। মালদহে আশ্রয় নেওয়া আক্রান্তদের জোর করে ফেরানো হয়েছে, পুলিশের বিরুদ্ধে তীব্র অসহযোগিতার অভিযোগও করা হয়েছে রিপোর্টে। একইসঙ্গে উঠে এসেছে স্থানীয় কাউন্সিলরের নাম। সূত্রের খবর, ওই রিপোর্টে আদালত গঠিত কমিটি জানিয়েছে, স্থানীয় কাউন্সিলর মেহবুব আলমের নেতৃত্বে হয়েছে হামলা। পুলিশ সব দেখেও পুরোপুরি নিষ্ক্রিয় ছিল।
প্রসঙ্গত, আদালত গঠিত এই তিন সদস্যের কমিটি মুর্শিদাবাদে গিয়ে এই রিপোর্ট তৈরি করেছে। যে রিপোর্টের ছত্রে ছত্রে বিস্ফোরক সব অভিযোগ উঠে এসেছে। তাই ফের রাজনৈতিক চর্চা শুরু হয়ে গিয়েছে পুরোদমে। যদিও রিপোর্টে উঠে আসা অভিযোগ অস্বীকার করেছেন স্থানীয় কাউন্সিলর মেহবুব আলাম।
মেহবুব বলছেন, “কেউ একটা বলে দিল আপনি আমার বাড়ি এসে ভাঙচুর করেছে! কিন্তু, মুখে বলে দিলেই হয়ে যাবে? প্রমাণ লাগবে না? গন্ডগোলের সময় প্রাণ বাঁচানোর জন্য নাদাবপাড়াতে লুকিয়েছিলাম। কী করে আমি বেতবোনাতে ভাঙচুর করতে গেলাম? মানুষ তো আমি একটাই। নাদাবপাড়া থেকে আমি ওখানে কী করে গেলাম?”
ঘটনাচক্রে, আমিরুল ইসলাম সামসেরগঞ্জের বিধায়ক। রিপোর্টে বিধায়কের নাম উল্লেখ হয়নি। বলা হয়েছে তিনি তদারকি করেছেন। আবার ফিরে যায়। আবার একটি জায়গায় বলা হয়েছে আমিরুল ইসলাম নামে ব্যক্তি তান্ডবস্থল ঘুরে যায়। তা নিয়েও চলছে চাপানউতোর।
