WB Panchayat Polls 2023: মহারণের ‘স্ট্র্যাটেজি’ নির্ধারণ কালীঘাটে মেগা বৈঠক
WB Panchayat Polls 2023: শনিবার কালীঘাটে বৈঠক ডাকলেন মমতা বন্দ্যোপাধ্যায়। থাকবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ শীর্ষ নেতৃত্ব। পঞ্চায়েত নির্বাচন নিয়ে শনিবারের বৈঠকে থাকবেন দলের বর্ধিত কোর কমিটির সদস্যরা।
কলকাতা: পঞ্চায়েতের আগে মেগা সাংগঠনিক বৈঠক কালীঘাটে । শনিবার কালীঘাটে বৈঠক ডাকলেন মমতা বন্দ্যোপাধ্যায়। থাকবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ শীর্ষ নেতৃত্ব। পঞ্চায়েত নির্বাচন নিয়ে শনিবারের বৈঠকে থাকবেন দলের বর্ধিত কোর কমিটির সদস্যরা। থাকবেন ইলেকশন কমিটির সদস্যরাও। বেলা চারটেয় বৈঠক হবে কালীঘাটের মুখ্যমন্ত্রীর বাসভবন লাগোয়া তৃণমূল ভবনে। মূলত পঞ্চায়েত নির্বাচন কৌশল, প্রচার পরিকল্পনা-সহ কী স্ট্র্যাটেজিতে বিরোধীদের মোকাবিলা করা হবে, এই সব বিষয়েই আলোচনা হবে বলে মনে করছে রাজনৈতিক মহল।
মনোনয়ন নিয়ে গোটা রাজ্য থেকে একাধিক অশান্তির খবর এসেছে। গোটা মনোনয়ন জুড়ে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে অশান্তি, সংঘর্ষ, বোমবাজি, এমনকি খুনেরও অভিযোগ উঠেছে। এই পরিস্থিতি বিরোধীরা শাসক তৃণমূলকেই দায়ী করছে। যদিও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তৃণমূলের নবজোয়ার কর্মসূচির শেষ দিনে মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেছেন, এবারের মনো শান্তিপূর্ণ মনোনয়ন এর আগে কখনও দেখেনি বাংলা।
ভোটপর্বের শুরু থেকেই কেন্দ্রীয় বাহিনীর দাবি উঠলেও, চুপ থেকেছে রাজ্য নির্বাচন কমিশন। বারবার আস্থা দেখিয়েছে রাজ্য পুলিশে। মনোনয়ন পর্বে অশান্ত পরিস্থিতি নিয়ে স্পষ্ট উদ্বেগ হাইকোর্টের। আদালতের চাপে অবশেষে টনক নড়েছে কমিশনের। বাহিনী নিয়ে আদালতের নির্দেশই অক্ষরে অক্ষরে মেনে চলা হবে। জানিয়েছেন রাজ্য নির্বাচন কমিশনার রাজীবা সিনহা। একাধিক ইস্যুতে আপাতত শাসকদল জর্জরিত। এই পরিস্থিতিতে কালীঘাটে এই বৈঠকে বিরোধীদের প্রশ্নের মোকাবিলা করে পঞ্চায়েতে লড়ার স্ট্র্যাটেজি নির্ধারণ করতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়। সূত্র অন্তত তেমনটাই বলছে।