WBBSE: মাধ্যমিক পরীক্ষার্থী পিছু ১০ টাকা অনুদান পাবে স্কুল, পর্ষদের সিদ্ধান্তে উঠছে প্রশ্ন
WBBSE: মাধ্যমিক পরীক্ষার্থীদের মাথাপিছু ১০ টাকা হিসাব করে মোট পরীক্ষার্থী বাবদ মোট টাকা স্কুলের তহবিলে দেওয়া হবে। মাধ্যমিক পরীক্ষা সম্পন্ন হওয়ার পরই পুরো টাকা স্কুল পাবে বলে পর্ষদের তরফে জানানো হয়েছে। আগামী বছর অর্থাৎ ২০২৪ থেকেই এই প্রথা চালু করতে চলেছে মধ্যশিক্ষা পর্ষদ।

কলকাতা: স্কুল ছুট রুখতে ইতিমধ্যে ছাত্রী-ছাত্রীদের সাইকেল প্রদান-সহ একাধিক প্রকল্প চালু হয়েছে রাজ্যে। এবার মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা বাড়ানোর ব্যাপারে উৎসাহ দিতে বিশেষ ভাতা চালু করল পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ (WBBSE)। এবার স্কুলগুলিকে অনুদান দেবে মধ্যশিক্ষা পর্ষদ। মাধ্যমিক পরীক্ষার্থীদের মাথাপিছু এই বিশেষ অনুদান দেওয়া হবে। মধ্যশিক্ষা পর্ষদের তরফে বিজ্ঞপ্তি জারি করে এই অনুদান দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে।
মধ্যশিক্ষা পর্ষদের বিজ্ঞপ্তি অনুযায়ী, এবার নিয়মিত ছাত্র বা ছাত্রী হিসাবে মাধ্যমিক পরীক্ষার্থী পিছু স্কুলগুলি পাবে বিশেষ ভাতা। প্রত্যেক পরিক্ষার্থী পিছু ১০ টাকা করে দেওয়া হবে। ছাত্র-ছাত্রীরা যাতে ঠিকমতো মাধ্যমিক পরীক্ষায় বসতে পারে, সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পন্ন হতে পারে, তার জন্যই স্কুলগুলিকে টাকা দেওয়া হবে। আগামী বছর অর্থাৎ ২০২৪ থেকেই এই প্রথা চালু করতে চলেছে মধ্যশিক্ষা পর্ষদ।
মাধ্যমিক পরীক্ষার্থীদের মাথাপিছু ১০ টাকা হিসাব করে মোট পরীক্ষার্থী বাবদ মোট টাকা স্কুলের তহবিলে দেওয়া হবে। মাধ্যমিক পরীক্ষা সম্পন্ন হওয়ার পরই পুরো টাকা স্কুল পাবে বলে পর্ষদের তরফে জানানো হয়েছে। মূলত, নিয়মিত পরীক্ষার্থী হিসাবে মাধ্যমিক পরীক্ষায় ছাত্র-ছাত্রীদের উৎসাহ দিতেই মাথাপিছু ১০ টাকা করে বিশেষ ভাতা দেওয়ার কথা ঘোষণা করেছে মধ্যশিক্ষা পর্ষদ।
যদিও বর্তমান মূল্যবৃদ্ধির বাজারে মাথাপিছু মাত্র ১০ টাকা দেওয়ার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছে শিক্ষক সংগঠনগুলি। তাদের প্রশ্ন, ১০ টাকায় হবেটা কী? একটি পেনের বেশি তো কিছু হতে পারে না।
