WB HS 12th Class Result 2024 Live: উচ্চ মাধ্যমিকে প্রথম আলিপুরদুয়ারের অভীক, দ্বিতীয় নরেন্দ্রপুর মিশনের সৌম্যদীপ

| Edited By: | Updated on: May 08, 2024 | 4:51 PM

WBCHSE HS Result 2024 Live Updates: ১০ মে স্কুলগুলির হাতে মার্কশিট তুলে দেওয়া হবে। ওই দিনই স্কুল থেকে মার্কশিট পাবেন পরীক্ষার্থীরা। চলতি বছর উচ্চ মাধ্যমিক শুরু হয় ১৬ ফেব্রুয়ারি। উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ হয় ২৯ ফেব্রুয়ারি। এ বছর মোট পরীক্ষার্থী সংখ্যা ৭ লক্ষ ৯০ হাজার।

WB HS 12th Class Result 2024 Live: উচ্চ মাধ্যমিকে প্রথম আলিপুরদুয়ারের অভীক, দ্বিতীয় নরেন্দ্রপুর মিশনের সৌম্যদীপ
উচ্চ মাধ্যমিকের ফলপ্রকাশImage Credit source: TV9 Bangla

পরীক্ষা শেষের ৬৯ দিনের মাথায় প্রকাশিত হল উচ্চ মাধ্যমিকের ফল। দুপুর ৩টে থেকে পরীক্ষার্থীরা ওয়েবসাইটে রেজাল্ট দেখা যাবে। প্রথম হয়েছে আলিপুরদুয়ারের ম্যাকউইলিয়াম হায়ার স্কুলের অভীক দাস, দ্বিতীয় নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের সৌম্যদীপ সাহা। তৃতীয়  মালদহের রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যামন্দিরের পড়ুয়া অভিষেক গুপ্তা। মেয়েদের মধ্যে উচ্চ মাধ্যমিকে যুগ্মভাবে প্রথম হয়েছে প্রতীচী তালুকদার এবং স্নেহা ঘোষ। সব মিলিয়ে চতুর্থ স্থানে।

LIVE NEWS & UPDATES

The liveblog has ended.
  • 08 May 2024 02:05 PM (IST)

    পাশের হার ৯০%, ৯০ শতাংশের বেশি নম্বর প্রাপকের সংখ্যা কম

    উচ্চ মাধ্যমিকে পাশের হার ৯০ শতাংশ। ৬ লক্ষ ৭৯ হাজার ৭৮৪ জন পাশ করেছে। ৯০ শতাংশের বেশি নম্বর পেয়েছে মাত্র ৮ হাজার ৩৩১ জন। মোট পরীক্ষার্থীর ১.২৩ শতাংশ ৯০ শতাংশের বেশি নম্বর পেয়েছে।  ৮০ শতাংশের বেশি নম্বর পেয়েছে মাত্র ৮.৪৭ শতাংশ।

  • 08 May 2024 01:42 PM (IST)

    দশম স্থানেও নরেন্দ্রপুর

    দশম স্থানে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের সোহম মুখোপাধ্যায়, শুভ্রজিৎ ঘোষ। ছেলেদের পাশের হার ৯২.৩২।  মেয়েদের পাশের হার ৮৮.১৮ শতাংশ। ৯০ শতাংশের বেশি নম্বর পেয়েছে মাত্র ৮৩৩১ জন।

  • 08 May 2024 01:39 PM (IST)

    অষ্টম স্থানে কলকাতার হিন্দু স্কুল, নবম স্থানে রহড়া রামকৃষ্ণ মিশন

    উচ্চ মাধ্য়মিকে অষ্টম স্থানে কলকাতার হিন্দু স্কুলের ছাত্র অর্ঘদীপ দত্ত। নবম স্থানে রহড়া রামকৃষ্ণ মিশনের ছাত্র অহন চক্রবর্তী। যুগ্মভাবে  নবম স্থানে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের অদ্বিতীয় বন্দ্যোপাধ্যায় ও অর্ক সাহা। কলকাতার পাঠভবন স্কুলের ছাত্র  উজান চক্রবর্তীও নবম।

  • 08 May 2024 01:36 PM (IST)

    ষষ্ঠ স্থানে চার জন

    ষষ্ঠ স্থানে চার জন। প্রাপ্ত নম্বর ৪৯১। হুগলির মাহেশ রামকৃষ্ণ মিশনের রুদ্র দত্ত। নরেন্দ্রপুরের নিলয় চট্টোপাধ্যায়,  কোচবিহারের সুনীতি অ্যাকাডেমির মনুশ্রী চন্দ, হুগলি কলেজিয়েট স্কুলের অভ্রকিশোর ভট্টাচার্য

  • 08 May 2024 01:32 PM (IST)

    পঞ্চম স্থানে ৭ জন

    পঞ্চম স্থানে রয়েছে ৭ জন। প্রাপ্ত নম্বর ৪৯২।

    কাঁথি হাইস্কুলের সায়ন্তন মাইতি। বাঁকুড়ার সুস্বতি কুণ্ডু, মালদহের সুপ্তথিতা সরকার, কলকাতার সৌনক কর, শান্তিনিকেতনে সানন্দা রায়। রয়েছে অঙ্কিত পাল, অর্নব কর।

  • 08 May 2024 01:25 PM (IST)

    প্রথম অভীক দাস, দ্বিতীয় সৌম্যদীপ সাহা

    উচ্চমাধ্যমিকে প্রথম আলিপুরদুয়ারের অভীক দাস। প্রাপ্ত নম্বর ৯৯.২ শতাংশ।  আলিপুরদুয়ারে ম্যাক উইলিয়াম হাইস্কুলের ছাত্র। দ্বিতীয় নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের ছাত্র সৌম্যদীপ সাহা। প্রাপ্ত নম্বর ৪৯৫। তৃতীয় মালদহের অভিষেক গুপ্তা। রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ স্কুলের ছাত্র। তার প্রাপ্ত নম্বর ৪৯৪। চতুর্থ প্রতীচী রায় তালুকদার। কোচবিহারের সুনীতি অ্যাকাডেমির ছাত্রী। যুগ্মভাবে চতুর্থ চন্দননগরের কৃ্ষ্ণভাবিনী স্কুলের স্নেহা ঘোষ। ৯৮.৬ শতাংশ। পঞ্চম কন্টাই হাইস্কুলের পড়ুয়া সায়ন্তন মাইতি। প্রাপ্ত নম্বর ৪৯২।

  • 08 May 2024 01:23 PM (IST)

    পাশের হার

    ৭০ শতাংশের বেশি নম্বর পেয়েছে ২২.৩৮ শতাংশ, ৮০ শতাংশের বেশি নম্বর পেয়েছে ৮.৪৭ শতাংশ।

  • 08 May 2024 01:22 PM (IST)

    বিভাগ অনুযায়ী পাশের হার

    কলা বিভাগে পাশের হার ৮৮.২ শতাংশ, বিজ্ঞান বিভাগে পাশের হার ৯৭.১৯ শতাংশ, বাণিজ্য বিভাগে পাশের হার ৯৬. ০৮ শতাংশ।

  • 08 May 2024 01:16 PM (IST)

    পাশের হার ৯০ শতাংশ

    এবার পাশ করেছে ৬ লক্ষ ৭৯ হাজার ৭৮৪ জন। পাশের হার ৯০ শতাংশ। মেয়েদের পাশের হার বেশি। অসম্পূর্ণ ফল রয়েছে ৪ জনের। জেলা অনুযায়ী পাশের হারে প্রথম পূর্ব মেদিনীপুর। ৯৫.৭৭ শতাংশ পাশের হার, তারপর দক্ষিণ ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর, কালিম্পং, কলকাতা, তারপর উত্তর ২৪ পরগনা।

  • 08 May 2024 11:04 AM (IST)

    তবে আজই হাতে মার্কশিট নয়

    ওয়েবসাইটে রেজাল্ট দেখতে পারবেন। ফল ঘোষণা হলেও আজই মার্কশিট পাবেন না পরীক্ষার্থীরা। ১০ মে স্কুলগুলির হাতে মার্কশিট তুলে দেওয়া হবে। ওই দিনই স্কুল থেকে মার্কশিট পাবেন পরীক্ষার্থীরা। চলতি বছর উচ্চ মাধ্যমিক শুরু হয় ১৬ ফেব্রুয়ারি। উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ হয় ২৯ ফেব্রুয়ারি। এ বছর মোট পরীক্ষার্থী সংখ্যা ৭ লক্ষ ৯০ হাজার।

Published On - May 08,2024 11:02 AM

Follow Us: