Weather Update: সপ্তাহ শেষে ঘুরবে খেলা, দক্ষিণবঙ্গের জেলাগুলির জন্য বড় পূর্বাভাস হাওয়া অফিসের

Weather Update: হাওয়া অফিস বলছে ওড়িশার উপর থেকে সরে এসে মৌসুমী অক্ষরেখা ফের সক্রিয় হয়েছে বাংলার উপরে। বর্তমানে এই অক্ষরেখা পুরুলিয়া ও কাঁথির ওপর দিয়ে পূর্ব মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত।

Weather Update: সপ্তাহ শেষে ঘুরবে খেলা, দক্ষিণবঙ্গের জেলাগুলির জন্য বড় পূর্বাভাস হাওয়া অফিসের
কী বলছে হাওয়া অফিস?
Follow Us:
| Edited By: | Updated on: Aug 06, 2024 | 8:45 PM

কলকাতা: নিম্নচাপের প্রভাবে গত সপ্তাহের শেষে প্রবল বৃষ্টি দেখেছে বাংলা। যদিও নতুন সপ্তাহের শুরু থেকে ছবিটা কিছুটা বদলেছে। কমেছে বৃষ্টির দাপট। যদিও আবহাওয়া দফতর বলছে সবটাই সাময়িক। দফতরের কর্তাদের পূর্বাভাস, ঘূর্ণাবর্ত ও সক্রিয় মৌসুমী অক্ষরেখার প্রভাবে বৃষ্টি বাড়বে বাংলায়। গোটা সপ্তাহই উত্তরবঙ্গের উপরের ৫ জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। শনি ও রবিবার থেকে দক্ষিণবঙ্গের ছবিটাও বদলাতে থাকে। বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই। 

হাওয়া অফিস বলছে ওড়িশার উপর থেকে সরে এসে মৌসুমী অক্ষরেখা ফের সক্রিয় হয়েছে বাংলার উপরে। বর্তমানে এই অক্ষরেখা পুরুলিয়া ও কাঁথির ওপর দিয়ে পূর্ব মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। অন্যদিকে পূর্ব-পশ্চিম অক্ষরেখা রাজস্থান থেকে বিহার পর্যন্ত বিস্তৃত রয়েছে। পাশাপাশি অসমের উপরেও রয়েছে আরও একটি ঘূর্ণাবর্ত। আরও একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে বাংলাদেশ ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর। তবে এটি আবার দক্ষিণ দিকে ঝুঁকে রয়েছে বলে জানাচ্ছে আবহাওয়া দফতর। সে কারণেই বাংলার জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ বাড়বে বলে মনে করা হচ্ছে। 

ইতিমধ্যেই পশ্চিমবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস এসে গিয়েছে। ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণ ২৪ পরগনা, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, পশ্চিম বর্ধমান, দুই মেদিনীপুর, ঝাড়গ্রামে। কলকাতা-সহ আশপাশের এলাকাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস থাকছে।