কলকাতা: আর মোটে কয়েকটা দিন। তারপর শ্যামা পুজো। আর এবার আবহাওয়াও যেন সঙ্গে দিচ্ছে বাঙালিকে। কারণ এবারের কালী পুজোয় নেই কোনও বৃষ্টির পূর্বাভাস। উল্টে হালকা ঠান্ডার আমেজ। শুধু তাই নয়, বরাত সঙ্গ দিলে ভাই-ফোঁটাতেও আবহাওয়া একই রকম থাকবে।
আলিপুর আবহাওয়া অফিস বলছে, আরব সাগরে একটি ঘূর্নাবর্ত তৈরি হয়েছে। তবে সেটি নিজের এলাকাতেই শক্তি হারাবে। ফলত, বাংলায় এর প্রভাব পড়ার কোনও সম্ভাবনা নেই।
হাওয়া অফিস সূত্রে খবর, চলতি সপ্তাহে আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে। কলকাতায় চলতি সপ্তাহে কুড়ি ডিগ্রি থেকে বাইশ ডিগ্রির ঘরে থাকবে সর্বনিম্ন তাপমাত্রা। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯.৪ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের সর্বোচ্চ পরিমাণ ৪৬ থেকে ৯৬ শতাংশ। আগামী পাঁচ থেকে সাত দিন এমনই থাকবে তাপমাত্রা।
অপরদিকে, পশ্চিমের জেলাগুলিতে এই তাপমাত্রা কুড়ি ডিগ্রির নিচে নেমে যাবে। বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূম জেলাতে তাপমাত্রা ১৭-১৮ ডিগ্রির ঘরে থাকবে। সকাল এবং সন্ধ্যের সময় অনুভূত হবে শীতের আমেজ।
এ দিকে, উত্তরবঙ্গে উত্তুরে হাওয়ার প্রভাব বজায় থাকবে। জেলায়-জেলায় পরিষ্কার থাকবে আকাশ। আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। তবে উত্তরবঙ্গের পার্বত্য এলাকা ছাড়া আর কোথাও সম্ভনা নেই বৃষ্টির।