Weather Update: তীব্র ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে মিগজাউম, এখন কোথায় রয়েছে?

Weather Update: তবে ঘূর্ণিঝড়ের সরাসরি প্রভাব পড়বে না এ রাজ্যে। তবে মিগজাউম যত এগোবে রাজ্যে মেঘ প্রবেশ করবে। তার জেরে দু'একজায়গায় বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। আগামিকাল দুই মেদিনীপুর এবং ঝাড়গ্রামে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।

Weather Update: তীব্র ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে মিগজাউম, এখন কোথায় রয়েছে?
সাইক্লোনের প্রভাব পড়বে বাংলায়? Image Credit source: Pixabay
Follow Us:
| Edited By: | Updated on: Dec 04, 2023 | 5:10 PM

কলকাতা: আলিপুর আবহাওয়া অফিসের পূ্র্বাভাস বলছে রাজ্যে বৃষ্টি হবে। আর সোমবার সকাল থেকেই আকাশের মুখ ভার। জানা যাচ্ছে, এই মুহূর্তে (বিকেল ৫টা) তীব্র ঘূর্ণিঝড় মিগজাউমের অবস্থা ৯০ কিলোমিটার পূর্ব, উত্তর-পূর্ব চেন্নাই এবং ৩০০ কিলোমিটার দক্ষিণ দক্ষিণ পূর্ব বাপাতলা এলাকায়। মঙ্গলবার সেটি নেলোর এবং মাছলি পতনাম এই দু’টি জায়গা/ থাকবে। সেই সময় ঘূর্ণিঝড়ের গতিবেগ থাকবে ৯০ থেকে ১০০ কিলোমিটার প্রতি ঘণ্টা।

তবে ঘূর্ণিঝড়ের সরাসরি প্রভাব পড়বে না এ রাজ্যে। তবে মিগজাউম যত এগোবে রাজ্যে মেঘ প্রবেশ করবে। তার জেরে দু’একজায়গায় বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। আগামিকাল দুই মেদিনীপুর এবং ঝাড়গ্রামে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে কলকাতা সহ দুই ২৪ পরগনা, হাওড়া, হুগলি, বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব বর্ধমান হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

বুধবার দুই মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া কলকাতা এবং দক্ষিণ ২৪ পরগনা হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বৃহস্পতিবারও বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলাতে। তবে এই বৃষ্টির জেরে ধান ও আলু চাষের ক্ষেত্রে।