Weather in Kolkata: আসব আসব করেও বেপাত্তা শীত! ৪৮ ঘণ্টায় হতে পারে আবহাওয়ার বড় পরিবর্তন
Weather in Kolkata: নভেম্বর প্রায় শেষ। কিন্তু দেখা নেই শীতের। ঘূর্ণিঝড়ের ঠেলায় ঢুকতে পারে মেঘ। ডিসেম্বরের শুরুতেই ঘূর্ণিঝড়ের পূর্বাভাস দিয়েছেন আবহাওয়াবিদরা। ফলে আরও বাড়তে পারে তাপমাত্রা।

কলকাতা: কফির কাপ আর কচুরির প্লেট হাতে বাঙালি যখন সবেমাত্র শীতের সংসার সাজাতে শুরু করেছে, তখনই খারাপ খবর দিল হাওয়া অফিস। বুধবার সকাল থেকেই আকাশের মুখ গোমড়া। শীতের রোদও নেই, হেমন্তের হাওয়াও নেই। হালকা শীতের পোশাক পরেই ঘামতে হচ্ছে মানুষজনকে। শীতপ্রেমী বাঙালি কার্যত হতাশ। চিন্তা আরও বাড়িয়েছে আলিপুর আবহাওয়া দফতরের রিপোর্ট। একধাক্কায় স্বাভাবিকের চেয়ে তিন ডিগ্রি বেড়ে গিয়েছে তাপমাত্রা।
আবহাওয়ার রিপোর্ট বলছে, হাওয়া প্রতিকূল। কলকাতায় মঙ্গলবার রাতের তাপমাত্রা পৌঁছে গিয়েছিল ২০.৭ ডিগ্রি সেলসিয়াসে, যা স্বাভাবিকের থেকে তিন ডিগ্রি বেশি। জানা গিয়েছে, আগামী ৬-৭ দিনে তাপমাত্রা কমার কোনও সম্ভাবনাই নেই। কারণ, বঙ্গোপসাগরে শক্তি বাড়াচ্ছে নতুন নিম্নচাপ।
বৃহস্পতিবার নিম্নচাপ পরিবর্তিত হয়ে তৈরি হবে গভীর নিম্নচাপ। আর পরবর্তী ৪৮ ঘণ্টায় সেটাই বদলে যেতে পারে ঘূর্ণিঝড়ে। ঘূর্ণিঝড়ের অভিমুখ এখনও স্পষ্ট নয়, তবে তার প্রভাবে মেঘ ঢুকতে পারে উপকূলে। ফলে রাতের তাপমাত্রা আরও কিছুটা বাড়ার আশঙ্কা।
নভেম্বর প্রায় শেষ। কিন্তু দেখা নেই শীতের। ঘূর্ণিঝড়ের ঠেলায় ঢুকতে পারে মেঘ। ডিসেম্বরের শুরুতেই ঘূর্ণিঝড়ের পূর্বাভাস দিয়েছেন আবহাওয়াবিদরা। ফলে আরও বাড়তে পারে তাপমাত্রা। কিছুদিন আগেই নিম্নচাপ তৈরি হয়েছিল বঙ্গোপসাগরে। তবে, তার প্রভাব বিশেষ পড়েনি বাংলায়। অভিমুখ ঘুরে যায় বাংলাদেশের দিকে।
