Weather Update: শীত ভুলে যান, এবার আবহাওয়ার অন্য ‘খেলা’, সতর্ক থাকুন

Souvik Sarkar | Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Jan 29, 2024 | 6:02 PM

Bengal Weather Update: সোমবার কলকাতায় আকাশ পরিষ্কার ছিল। তবে বুধবার থেকে তিন দিন কলকাতায় মেঘলা আকাশ থাকবে, সঙ্গে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। আগামী দু'দিনের মধ্যে ২ থেকে ৩ ডিগ্রি তাপমাত্রা বাড়বে। কলকাতার ক্ষেত্রে তাপমাত্রা ১৬ থেকে ১৭ ডিগ্রির কাছাকাছি থাকার সম্ভাবনা রয়েছে।

Weather Update: শীত ভুলে যান, এবার আবহাওয়ার অন্য খেলা, সতর্ক থাকুন
কলকাতার আবহাওয়া।
Image Credit source: Pixabay

Follow Us

কলকাতা: যাঁরা শীতের সকালে লেপ গায়ে কফির কাপে চুমুক দিতে পছন্দ করেন, তাঁদের মনে প্রশ্ন জাগছে, শীত আর ক’দিন বাকি আছে? সোমবার সকাল থেকে তাপমাত্রা যে কিছুটা বেড়েছে, সেটা বেশ টের পাওয়া যাচ্ছে। এবার শীতকে বিদায় জানাতে হবে, সেই আঁচ পেতে শুরু করেছেন অনেকেই। সেই সঙ্গে এবার বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। মঙ্গলবার কলকাতাতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোন দিক থেকে জলীয় বাষ্প প্রবেশ করবে রাজ্যে, সেই সব তথ্যই প্রকাশ করেছেন আবহাওয়াবিদরা।

আবহাওয়া বিভাগের অধিকর্তা ডঃ গনেশ কুমার দাস জানিয়েছেন, আপাতত পশ্চিমবঙ্গে কোনও ‘ওয়েদার সিস্টেম’ অবস্থান করছে না। তবে মঙ্গলবারই একটা সিস্টেম তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। ঝাড়খণ্ড এবং সংলগ্ন এলাকায় তৈরি হবে উচ্চচাপ বলয়। বঙ্গোপসাগর থেকে রাজ্যে প্রচুর জলীয় বাষ্প ঢুকবে, তার জেরেই বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে।

৩০ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি পর্যন্ত উত্তর ও দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনার কথা বলা হয়েছে হাওয়া অফিসের তরফে। মঙ্গলবার বৃষ্টি হবে পূর্ব বর্ধমান, নদিয়া, উত্তর ২৪ পরগনায়। বৃষ্টি শুরু হওয়ার সম্ভাবনা থাকছে বেলার দিকে। এছাড়া ৩১ তারিখে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে দুই ২৪ পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম এবং অন্যান্য জেলায়। কলকাতাতেও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ২ ফেব্রুয়ারি নদিয়া ও সংলগ্ন জেলাগুলোতে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

সোমবার কলকাতায় আকাশ পরিষ্কার ছিল। তবে বুধবার থেকে তিন দিন কলকাতায় মেঘলা আকাশ থাকবে, সঙ্গে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। আগামী দু’দিনের মধ্যে ২ থেকে ৩ ডিগ্রি তাপমাত্রা বাড়বে। কলকাতার ক্ষেত্রে তাপমাত্রা ১৬ থেকে ১৭ ডিগ্রির কাছাকাছি থাকার সম্ভাবনা রয়েছে।

Next Article