আর ক’দিন চলবে এই দুর্যোগ? স্পষ্ট করল আবহাওয়া দফতর

Weather Update: আবহাওয়া দফতরের পূর্বাভাস, বঙ্গোপসাগরের উপর সৃষ্ট নিম্নচাপ সক্রিয় হওয়া এই দু'দিনের টানা বৃষ্টি।

আর ক'দিন চলবে এই দুর্যোগ? স্পষ্ট করল আবহাওয়া দফতর
চিত্র সাংবাদিক- কল্যাণ মণ্ডল
Follow Us:
| Edited By: | Updated on: Jul 30, 2021 | 9:04 AM

কলকাতা: টানা দু’দিনের বৃষ্টিতে জল থই থই শহর কলকাতা (West Bengal Weather Update)। ভাসছে জেলাগুলিও। তবে আজও কি বাড়বে দুর্ভোগ? দুর্যোগের আশঙ্কা কি আরও রয়েছে? কী জানাল আলিপুর আবহাওয়া দফতর?

আবহাওয়া দফতরের পূর্বাভাস, বঙ্গোপসাগরের উপর সৃষ্ট নিম্নচাপ সক্রিয় হওয়া এই দু’দিনের টানা বৃষ্টি। নিম্নচাপ অক্ষরেখা ধীরে ধীরে দুর্বল হচ্ছে। নিম্নচাপটি বিহার থেকে ঝাড়খণ্ডের দিকে চলে যাচ্ছে। সেক্ষেত্রে আগামিকাল, শনিবার থেকে আকাশ কিছুটা পরিষ্কার হচ্ছে।

আজ পশ্চিমে জেলাগুলোতে অর্থাৎ পুরুলিয়া,বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুরের বৃষ্টির পরিমাণ বাড়বে। কলকাতা, হাওড়া, হুগলি সমস্ত জায়গাতেই বৃষ্টি পরিমাণ কমবে।

দুদিনের টানা বৃষ্টিতে বেহাল অবস্থা কলকাতা উত্তর থেকে দক্ষিণ। আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, সর্বোচ্চ বৃষ্টির পরিমাণ ছিল ২০৪ মিলিমিটার। দক্ষিণ কলকাতার বিভিন্ন জায়গায় এখনও পর্যন্ত জল জমে রয়েছে। জল জমে রয়েছে ফরিদপুরের বিস্তীর্ণ এলাকায়। স্থানীয় বাসিন্দাদের ঘরে জল ঢুকে যাওয়ায় চরম দুর্ভোগের মধ্যে তাঁরা।

আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, আজও বৃষ্টি হবে। জেলাগুলির অবস্থাও একইরকম। ভারী থেকে অতি ভারী বৃষ্টি ও ঝোড়ো বাতাসে দক্ষিণ ২৪ পরগনার উপকূল এলাকার পরিস্থিতি অত্যন্ত খারাপ। নামখানা, ফ্রেজারগঞ্জ কোস্টাল, পাথরপ্রতিমা, সাগর এলাকা থেকে মানুষকে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। আরও পড়ুন: প্রমাদ গুনছে কলকাতা, লাল সতর্কতা জারি ৬ জেলায়