কলকাতা: ক্যালেন্ডারে এখন ফাল্গুন মাস। আর বাংলার ঋতুবৈচিত্র্যে ফাল্গুন-চৈত্র মানেই বসন্ত। তবে বসন্তের একেবারে প্রথম প্রহর এখন। হালকা শীতের আমেজ থাকারই কথা। কিন্তু রবিবার ঠান্ডা হাওয়ার জোগানে টান পড়তেই বাড়ল গরম। শীতের পর এই প্রথম ৩০ ডিগ্রির ঘরে গেল তাপমাত্রা। মেদিনীপুরের তাপমাত্রা তো আরও এক ধাপ এগিয়ে।
এদিন মেদিনীপুরের তাপমাত্রা ছুঁল ৩১.৫ ডিগ্রি সেলসিয়াসের ঘর। কলকাতার কাছে দমদমেও ৩০ ডিগ্রির চৌকাঠ পার পারদের। সর্বনিম্ন তাপমাত্রাও বাড়ছে। তবে এরইমধ্যে আবার বৃষ্টির পূর্বাভাস। ২১ ফেব্রুয়ারি থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে।
জেলার পাশাপাশি বৃষ্টির পূর্বাভাস রয়েছে কলকাতায়ও। ২২ ফেব্রুয়ারি কলকাতাতে হতে পারে বিক্ষিপ্ত বৃষ্টি। আপাতত আর শীত ফেরার কোনও সম্ভাবনাই নেই। সকালের দিকে হালকা কুয়াশা থাকতে পারে। ইতিমধ্যেই রাতের তাপমাত্রা ধীরে ধীরে বাড়তে শুরু করে দিয়েছে। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, ধীরে ধীরে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ বাড়তে শুরু করেছে। কপালে স্বেদবিন্দুও দেখা দিচ্ছে। অর্থাৎ শীত যে এবার পাততাড়ি গোটাচ্ছে তা বুঝিয়ে দিচ্ছে প্রকৃতিই।