কলকাতা: আপাতত স্বস্তির খবর দক্ষিণবঙ্গে। আগামী ২৪ ঘণ্টায় কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি হবে। দেখা মিলবে কালবৈশাখীরও। এমনই পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্ত বৃষ্টি হবে। কখনও হালকা, কখনও মাঝারি বৃষ্টি হবে। আবহাওয়াবিদরা জানিয়েছেন, বৃহস্পতিবার কলকাতায় সারাদিন আকাশ মেঘলা থাকবে। কখনও কখনও বজ্রগর্ভ মেঘের সঞ্চার করে বৃষ্টি হবে। তবে আজ কলকাতায় ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। তবে যেখানে যেখানে মেঘ সঞ্চার হবে সেখানেই হবে বৃষ্টি। আজ কলকাতার তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে বলে পূর্বাভাস আলিপুর আওয়া দফতরের।
এই সময়ে অনান্য বছর গুলিতে তিন থেকে চারটি কালবৈশাখী হয়ে যায়। কিন্তু এবছর এখনও পর্যন্ত দক্ষিণবঙ্গে কালবৈশাখী হয়নি। তবে আজ, মরসুমের প্রথম কালবৈশাখী পেতে চলেছে কলকাতা। কলকাতায় সন্ধ্যার দিকে কালবৈশাখী হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে শহরে বৃষ্টি হবে কম। পশ্চিমের জেলা ও উপকূলবর্তী এলাকাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা বেশি।
আজকের আবহাওয়া
★ দক্ষিণবঙ্গে কালবৈশাখীর অনুকূল পরিবেশ। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি, সঙ্গে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। বাড়বে আদ্রতাজনিত অস্বস্তি। বৃষ্টি চলবে উত্তরবঙ্গে।
★কলকাতায় আজ ও বৃষ্টির সম্ভাবনা। আগামী ৪৮ ঘন্টার মধ্যে কলকাতায় বৃষ্টির সম্ভাবনা। হতে পারে কালবৈশাখী।
★উত্তরবঙ্গে প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা। বৃষ্টি কিছুটা কমবে উত্তরবঙ্গে। শুক্রবার বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গের জেলাগুলিতে।
★দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি। বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি দক্ষিণবঙ্গের সব জেলায়। বিকেল বা সন্ধ্যের দিকে বিক্ষিপ্তভাবে ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা হাওয়া বইতে পারে। কালবৈশাখীর পূর্বাভাস। হতে পারে শিলা বৃষ্টি।
★কলকাতায় আজ আংশিক মেঘলা আকাশ। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা । আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়বে। আর বিকেল বা সন্ধ্যের দিকে দমকা হাওয়া, কালবৈশাখীর সম্ভাবনা। আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা ২৮.১ ডিগ্রি। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.৬ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের সর্বোচ্চ পরিমাণ ৮৩ শতাংশ।
★উত্তর-পূর্ব ভারতে বৃষ্টি চলবে। আসাম মেঘালয় অরুণাচলপ্রদেশে ভারী বৃষ্টির সম্ভাবনা। বৃষ্টি হবে দক্ষিণ ভারতের রাজ্যগুলিতে।
★দিল্লি হরিয়ানা পাঞ্জাব সহ উত্তর-পশ্চিম ভারতের রাজ্যগুলি তে তাপপ্রবাহ কমবে। পশ্চিমী ঝঞ্ঝার কারণে কিছুটা তাপমাত্রা কমবে। তাপপ্রবাহ জারি থাকবে মধ্যপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ড, রাজস্থান-সহ গুজরাটের কিছু অংশে।