AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Weather Update: চাতক-অপেক্ষার দিন শেষ, এবার দক্ষিণবঙ্গে ঢুকতে চলেছে বর্ষা

Weather Forecast: দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু দক্ষিণবঙ্গে প্রবেশের জন্য অনুকূল পরিবেশ তৈরি হয়েছে। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, আগামী তিন-চার দিনের মধ্যেই দক্ষিণবঙ্গে প্রবেশ করে যেতে পারে বর্ষা। তার আগে দক্ষিণের জেলাগুলিতে প্রাক-বর্ষার ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

Weather Update: চাতক-অপেক্ষার দিন শেষ, এবার দক্ষিণবঙ্গে ঢুকতে চলেছে বর্ষা
রাজ্যজুড়ে বৃষ্টির পূর্বাভাসImage Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: Jun 18, 2024 | 7:18 PM
Share

কলকাতা: দক্ষিণবঙ্গে ঢুকবে ঢুকবে করছে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু। উত্তরবঙ্গে সময়ের আগেই বর্ষা প্রবেশ করেছে, কিন্তু দক্ষিণের জেলাগুলিতে কার্যত চাতক পাখির মতো অপেক্ষা করতে হয়েছে বর্ষার আগমনে জন্য। তবে এবার দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু দক্ষিণবঙ্গে প্রবেশের জন্য অনুকূল পরিবেশ তৈরি হয়েছে। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, আগামী তিন-চার দিনের মধ্যেই দক্ষিণবঙ্গে প্রবেশ করে যেতে পারে বর্ষা। তার আগে দক্ষিণের জেলাগুলিতে প্রাক-বর্ষার ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

মঙ্গলবার সকাল থেকেই কলকাতা ও সংলগ্ন এলাকায় আকাশ ছিল আংশিক মেঘাচ্ছন্ন। আগামী কয়েক দিন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, আগামী ২৪ ঘণ্টা পর থেকে দক্ষিণের জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা বাড়বে। প্রাক বর্ষার বৃষ্টি চললেও, দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা এখনই নেই বলেই পূর্বাভাস হাওয়া অফিসের। তবে এই বৃষ্টির জেরে কলকাতা-সহ দক্ষিণের জেলাগুলিতে গরম কিছুটা কমবে। প্রায় সব জায়গাতেই তাপমাত্রা কিছুটা কমবে বলেই অনুমান আবহাওয়াবিদদের।

একদিকে যখন বর্ষার অপেক্ষায় বসে রয়েছে দক্ষিণের জেলাগুলি, তখন উত্তরবঙ্গে প্রবল বৃষ্টিতে ভাসছে। একেবারে উত্তরের পাঁচ জেলায় অর্থাৎ, দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে গত ২৪ ঘণ্টায় কোথায় ভারী তো কোথাও অতি ভারী বৃষ্টি হয়েছে। সবথেকে বেশি বৃষ্টি হয়েছে কোচবিহারের মাথাভাঙাতে (২১৩ মিলিমিটার) ও কুমারগ্রামে (১৫০.৪ মিলিমিটার)। আগামী কয়েক দিনও উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।