Weather Update: ২৮ বছর পর এমন ‘শীতল’ রাত দেখল কলকাতা, প্রায় ২০ ডিগ্রির তফাৎ! ভরা বৈশাখে হঠাৎ কী এমন ঘটল
Weather Update: বৃষ্টির পূর্বাভাস আগেই দেওয়া হয়েছিল আলিপুর আবহাওয়া দফতরের তরফে। সোমবার সন্ধ্যায় কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জায়গায় ঝমঝমিয়ে বৃষ্টি নামে। আকাশ মেঘে কালো হয়ে যায়। বিদ্যুতের ঝলকানি দেখা যায় মাঝেমাঝেই। রাতের দিকে একটু বিরতি নিয়েই আবার শুরু হয়ে যায় বৃষ্টি।

কলকাতা: গত শীতে ঠিক করে ঠাণ্ডাটাই অনুভব করতে পারেনি। আর গ্রীষ্মের শুরু থেকেই আবহাওয়া জানান দিয়েছে, তাপপ্রবাহের দিন এগিয়ে আসছে। বৈশাখ মাস শুরু হয়েছে দিন ১৫ হল। আর তার মধ্যেই চমক দিল আবহাওয়া। সোমবার সকালেও গরমে পুড়তে পুড়তে রাস্তায় বেরিয়েছিলেন সাধারণ মানুষ। তবে সন্ধ্যার পর আচমকা পারদ পতন। হু হু করে নেমে গেল তাপমাত্রা।
বৃষ্টির পূর্বাভাস আগেই দেওয়া হয়েছিল আলিপুর আবহাওয়া দফতরের তরফে। সোমবার সন্ধ্যায় কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জায়গায় ঝমঝমিয়ে বৃষ্টি নামে। আকাশ মেঘে কালো হয়ে যায়। বিদ্যুতের ঝলকানি দেখা যায় মাঝেমাঝেই। রাতের দিকে একটু বিরতি নিয়েই আবার শুরু হয়ে যায় বৃষ্টি। গভীর রাতে প্রবল বৃষ্টি শুরু হয় বেশ কিছু জায়গায়। এরপরই তাপমাত্রা কমতে থাকে।
আলিপুরের রিপোর্ট বলছে, সোমবার রাতে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৯.২ ডিগ্রি সেলসিয়াস, যা চমকে দেওয়ার মতো। কারণ গত বছর ঠিক এই দিনে (২৯ এপ্রিল) কলকাতার তাপমাত্রা ছিল ৪১.৭ ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ এবছর প্রায় ২০ ডিগ্রির তফাৎ। গত বছর ৩০ এপ্রিল তাপমাত্রা পৌঁছেছিল ৪৩ ডিগ্রিতে।
মাঝ-বৈশাখে এভাবে তাপমাত্রা কুড়ির নীচে নামতে আগে দেখা প্রায় বিরল ঘটনা। শেষবার ১৯৯৭ সালের এপ্রিলে এমন ‘শীতল’ রাত দেখেছিল কলকাতা। এই তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে সাত ডিগ্রি কম। আজ সোমবার ও আগামী ৩-৪ দিনে আরও ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আপাতত তাপপ্রবাহ ফেরার আশঙ্কা নেই বাংলায়।





