কলকাতা: ঠান্ডায় কাঁটা পশ্চিমী ঝঞ্ঝার। শুকনো বাতাসের জোগান কমতেই বেড়ে গেল রাতের তাপমাত্রা। শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৯.৬ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের চেয়ে ১ ডিগ্রি বেশি। তাপমাত্রা বেড়েছে জেলাতেও। শুধু ঝঞ্ঝা নয়, হাজির হতে চলেছে খলনায়ক নিম্নচাপও। ২৯ নভেম্বর বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ সৃষ্টির পূর্বাভাস। এর প্রভাবে ডিসেম্বরের শুরুতেও ঠান্ডা কম থাকার আশঙ্কা।
শনিদেবকে কর্মফলের দাতা বলা হয়। ক। বিশ্বাস করা হয় যে যখন শনিদেবের দোষ চলতে থাকে, তখন পরিস্থিতি হয় টালমাটাল। চলতি বছরের শীতের মরশুম দেখে ঠিক তেমনটাই মনে করছেন আবহাওয়াবিদরা। কারণ শীতের ‘জীবনে’ও মারাত্মকভাবে টালমাটাল অবস্থা চলছে। এই হঠাৎই পারদপতন। আবার দুপ্ করে সে পারদ উঠেও যাচ্ছে। রাতে মোটা কম্বল গায়ে দেওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়েও যেন হচ্ছে না।
শুক্রবার রাত থেকেই হঠাৎ করে পারদ চড়ল। তার আগের দু’দিনে আবার পারদ নেমেছিল ১৭-র কোঠায়। কারণ আবহাওয়াবিদরা বলছেন, শীত শুরুর মুখেই পশ্চিমী ঝঞ্ঝা নামক ‘শনির দৃষ্টি’ পড়েছে। আর তারই রোষের শিকার হতে হচ্ছে বঙ্গবাসীকে। চলতি মরশুমে এখনও পর্যন্ত ঠান্ডা সেভাবে পড়লই না। নভেম্বর শেষ, এখনও সোয়েটর সেভাবে বার করা হয়ে ওঠেনি সেভাবে। বাতাসের শুষ্কতা সেভাবে শরীরে অনুভূতই হচ্ছে না।
বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের আশঙ্কা। তার প্রভাবে নভেম্বর-শেষে কাঁটা ঠান্ডায়। হাজির হচ্ছে পশ্চিমী ঝঞ্ঝাও। কলকাতা, ১৯ ডিগ্রি, আর জেলায় ১৪-১৫ ডিগ্রির ঘরে পারদ। বাড়ছে পারে রাতের তাপমাত্রা। মৌসম ভবন জানিয়েছে, ২৫ নভেম্বর আন্দামান সাগরে একটি ঘূর্ণাবর্ত হাজির হতে চলেছে। ২৬ নভেম্বর নিম্নচাপে পরিণত হবে ঘূর্ণাবর্ত। ২৯ নভেম্বর নাগাদ গভীর নিম্নচাপ সৃষ্টির পূর্বাভাস। নিম্নচাপের অভিমুখ এখনও স্পষ্ট নয়। নিম্নচাপ কতটা শক্তি বাড়ায়, সে দিকেও নজর হাওয়া অফিসের।