Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Missing: বাইরে গিয়ে সিগারেট খান, বলেছিলেন স্বাস্থ্যকর্মীরা… এরপরই ফোন পেয়ে হতবাক বাড়ির লোকেরা

Newtown: পুলিশ সূত্রে খবর, বলাইবাবু ভাঙড়ের কাশীপুর থেকে এলাকারই এক যুবকের সঙ্গে নিউটাউনে আসেন।

Missing: বাইরে গিয়ে সিগারেট খান, বলেছিলেন স্বাস্থ্যকর্মীরা... এরপরই ফোন পেয়ে হতবাক বাড়ির লোকেরা
নিখোঁজ বলাই ভট্টাচার্য।
Follow Us:
| Edited By: | Updated on: Aug 30, 2022 | 8:47 AM

কলকাতা: চোখ দেখাতে গিয়েছিলেন ব্যবসায়ী। এরপর আর বাড়িতে ফেরেননি। আচমকাই এভাবে জলজ্যান্ত মানুষের উধাও হয়ে যাওয়ার খবরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। পরিবারের তরফে বিধাননগর কমিশনারেটের টেকনো সিটি থানায় অভিযোগ দায়ের হয়েছে। জানা গিয়েছে, সোমবার সকালে বাড়ি থেকে বেরিয়েছিলেন ব্যবসায়ী বলাই ভট্টাচার্য (৬৪)। ভাঙড়ের কাশীপুর গ্রামের বাসিন্দা বলাইবাবুর মুদির দোকান আছে। এদিন নিউটাউনে চোখ দেখাতে আসেন। এরপরই আর খবর নেই তাঁর। বাড়ির লোকও হতবাক।

পুলিশ সূত্রে খবর, বলাইবাবু ভাঙড়ের কাশীপুর থেকে এলাকারই এক যুবকের সঙ্গে নিউটাউনে আসেন। বলাইবাবুর একটি মুদির দোকান রয়েছে। এছাড়াও অন্যান্য ব্যবসা রয়েছে। সোমবার সকালেই প্রতিবেশীকে নিয়ে নিউটাউন থানার কাছে একটি বেসরকারি হাসপাতালে চোখ দেখাতে যান। চোখের ছানি সম্পর্কিত সমস্যায় ভুগছিলেন তিনি।

পরিবারের দাবি, দুপুরের খাবার খাওয়ার পর তিনি ওই চক্ষু চিকিৎসাকেন্দ্রের ভিতরই ধূমপানের চেষ্টা করেন। সেই সময় সেখানকার যে কর্মীরা, তাঁরা কিছুটা উঁচু গলাতেই তাঁর সঙ্গে কথা বলেন। অভিযোগ, সেই সময় তিনি ওই চিকিৎসাকেন্দ্র থেকে বাইরে বেরিয়ে আসেন। সঙ্গে থাকা ছেলেটিকে বলে যান, বাইরে থেকে সিগারেট খেয়ে আসছেন। এরপর থেকেই তাঁর আর কোনও খোঁজ মেলেনি। এরপরই বলাইবাবুর ছেলে শান্তনু ভট্টাচার্য টেকনো সিটি থানায় নিখোঁজ সংক্রান্ত অভিযোগ করেন। তদন্ত শুরু করেছে পুলিশ। গভীর রাত পর্যন্ত তাঁর কোনও সন্ধান পাওয়া যায়নি বলেই পরিবার সূত্রে খবর। বিধাননগর কমিশনারেটের টেকনো সিটি থানার পুলিশ সিসিটিভির ফুটেজ খতিয়ে দেখে কোনও তথ্য উঠে আসে কি না তা জানার চেষ্টা করছে।