AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Awas Yojana: ‘আবাস যোজনায়’ দুর্নীতি হলে অভিযোগ জানাতে পারবেন আপনিও, ব্লক অফিসে বসছে ‘ড্রপবক্স’

Awas Yojona: সামনের বছর পঞ্চায়েত ভোট। তার আগে পঞ্চায়েত দফতরের বিশেষ নজরে আবাস যোজনা।

Awas Yojana: 'আবাস যোজনায়' দুর্নীতি হলে অভিযোগ জানাতে পারবেন আপনিও, ব্লক অফিসে বসছে ‘ড্রপবক্স’
আবাস যোজনা দুর্নীতি রুখতে এবার ব্লক অফিসে ড্রপবক্স বসানোর সিদ্ধান্ত। প্রতীকী চিত্র।
| Edited By: | Updated on: Dec 08, 2022 | 5:09 PM
Share

কলকাতা: আবাস যোজনা (Awas Yojana) দুর্নীতি রুখতে এবার ব্লক অফিসে ড্রপবক্স বসানোর সিদ্ধান্ত নিল পঞ্চায়েত দফতর। প্রত্যেক ব্লক অফিসে বসানো হবে এই ড্রপবক্স। সেখানে লিখিত আকারে নিজেদের অভিযোগ জমা করতে পারবেন বাসিন্দারা। অভিযোগ এলে ১২ ঘণ্টার মধ্যে সমাধানের আশ্বাসও দেওয়া হয়েছে। আবাস যোজনা দুর্নীতি নিয়ে বিরোধীরা বারবার সরব হয়েছে। বিষয়টি যে একেবারেই অগ্রাহ্য করার মতো নয় তা শাসকদলও ঠারোঠোরে বুঝিয়ে দিচ্ছে এবার। তবে শুধুমাত্র দুর্নীতি রুখতেই এই বিশেষ ব্যবস্থা, তা মানতে নারাজ ওয়াকিবহাল মহলের একাংশ। তাদের দাবি, কেন্দ্র ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে এই প্রকল্পের কাজ শেষ করতে হবে। আর তা না পারলে জরিমানাও গুনতে হবে রাজ্যকে। প্রকল্পের টাকায় হাত না পড়লেও, কেন্দ্রীয় বরাদ্দের প্রশাসনিক তহবিল থেকে এই টাকা কেটে নেবে কেন্দ্র। নিঃসন্দেহে তা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। প্রতিটি জেলার জন্য আবাস যোজনা প্রকল্প বাস্তবায়ন এবং দুর্নীতি রুখতে বিশেষ পর্যবেক্ষক দল তৈরি করার পর এবার আরও একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল রাজ্যের গ্রামোন্নয়ন ও পঞ্চায়েত দফতর। পঞ্চায়েত দফতর সূত্রে খবর, প্রতিটি ব্লক অফিসে একটি করে ড্রপবক্স রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেই ড্রপবক্সে আবাস যোজনা দুর্নীতি সংক্রান্ত যাবতীয় অভিযোগ লিখিত আকারে জমা করতে পারবেন ব্লকের বাসিন্দারা।

সূত্রের খবর, সেই অভিযোগ খতিয়ে দেখার দায়িত্বে থাকবেন বিশেষ পর্যবেক্ষক দলের কর্তা এবং জেলাশাসক। অভিযোগ পাওয়ার ১২ ঘণ্টার মধ্যে সমস্যার সমাধান করতে হবে এবং দুর্নীতি প্রমাণ হলে অভিযুক্তর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একইসঙ্গে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, প্রত্যেকটি সাব ডিভিশনাল অফিসে একটি করে কন্ট্রোল রুম থাকবে। সেই কন্ট্রোল রুমে মানুষ অভিযোগ জানাতে পারবেন। সূত্রের খবর, বৃহস্পতিবারই ড্রপবক্স সংক্রান্ত সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

সামনের বছর পঞ্চায়েত ভোট। তার আগে পঞ্চায়েত দফতরের বিশেষ নজরে আবাস যোজনা। বিভিন্ন সময় বিভিন্ন জেলা থেকে আবাস যোজনা সংক্রান্ত নানা অভিযোগ উঠেছে। ভোটের আগে এই দুর্নীতির অভিযোগই হাতিয়ার করছে বিরোধীরা। পাল্টা ময়দানে রাজ্যও। ভোটের মুখে আবাস-কাঁটা যেন গলার ফাঁস না হয়, জেলায় জেলায় বিশেষ আধিকারিক বসিয়ে নজরদারির চালাচ্ছে নবান্ন। সম্প্রতি এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে নবান্ন থেকে। জেলা ভিত্তিক ডব্লিউবিসিএস বা আইএএস পদমর্যাদার আধিকারিকদের এই কাজের দায়িত্ব দেওয়া হয়েছে। প্রতিটি জেলায় সংশ্লিষ্ট পদমর্যাদার একজন করে আধিকারিক থাকছেন, গোটা প্রকল্প বাস্তবায়নের উপরে নজরদারি করার জন্য। তার আগে আবাস যোজনার তথ্য যাচাইয়ে আশা কর্মী, অঙ্গনওয়াড়ি কর্মীদের যুক্ত করার কথাও ঘোষণা করা হয়েছে।