Baisakhi on Partha: ‘সব আধিকারিকরা তো আমারই বসানো’, শিক্ষামন্ত্রী না থাকলেও দফতর নিয়ে আত্মবিশ্বাসী ছিলেন পার্থ : বৈশাখী
Baisakhi Banerjee: বৈশাখী বলেন, 'কেন আমি নেই তো কী হয়েছে। সব অফিসাররা তো আমারই বসানো। সব আধিকারিকরা তো আমারই বসানো।'

বৈশাখী বন্দ্যোপাধ্যায় বলেন, “স্কুল সার্ভিসে কী হত, তা আমার শোনা। কিন্তু কলেজ সার্ভিস কমিশনে যা যা হত তা তো আমি দেখেছি। আমি বুঝতেই পারছিলাম, স্কুল দিয়ে শুরু হয়েছে, কিন্তু গোটা শিক্ষাক্ষেত্রটার জন্য চুরি শব্দটা অনেক কম। শিক্ষাক্ষেত্রে উনি এবং ওনার আশেপাশের লোকজনই সব। সব কিছুর একটা প্রাইস ট্যাগ ছিল। মেধার জন্য কিছু নেই।”
এরই রেশ টেনে বৈশাখীর বিস্ফোরণ, “যাঁরা আশা করছেন, এখন সব ঠিক হয়ে যাবে, তাঁরা মূর্খের স্বর্গে বাস করছেন। পার্থদার সঙ্গে জাস্ট কয়েকদিন আগে যখন আমি কথা বলছিলাম, স্যর শিক্ষাক্ষেত্রে তো আপনি আর নেই। এখন কীরকমভাবে সবকিছু চলছে? উনি বলছেন, ‘কেন আমি নেই তো কী হয়েছে। সব অফিসাররা তো আমারই বসানো। সব আধিকারিকরা তো আমারই বসানো। তাঁরা আমার সঙ্গে কথা না বলে কোনও সিদ্ধান্ত নেবে না’। উনি খুব আত্মবিশ্বাসী ছিলেন।”
